মোদিকে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান নেওয়ার ঘোষণা পুতিনের

নয়াদিল্লি: ভোটের বাজারে বড়সড় সাফল্য পেলেন নেরন্দ্র মোদি৷ ফেব্রুয়ারি শেষে মোদিকে সিওল শান্তি পুরস্কারে সম্মানিত করেছে দক্ষিণ কোরিয়া৷ এবার রাশিয়ার সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন মোদি৷ মোদিকে অর্ডার অফ সেন্ট অ্যানড্রু সম্মান দেওয়ার ঘোষণা করেছে পুতিন সরকার৷ ভারত-রাশিয়া সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য এই সম্মান ঘোষণা করা হয়েছে বলে খবর৷ অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী

মোদিকে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান নেওয়ার ঘোষণা পুতিনের

নয়াদিল্লি: ভোটের বাজারে বড়সড় সাফল্য পেলেন নেরন্দ্র মোদি৷ ফেব্রুয়ারি শেষে মোদিকে সিওল শান্তি পুরস্কারে সম্মানিত করেছে দক্ষিণ কোরিয়া৷ এবার রাশিয়ার সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন মোদি৷  মোদিকে অর্ডার অফ সেন্ট অ্যানড্র‌ু সম্মান দেওয়ার ঘোষণা করেছে পুতিন সরকার৷ ভারত-রাশিয়া সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য এই সম্মান ঘোষণা করা হয়েছে বলে খবর৷

অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন না পালেও এবার বিশ্বের অন্যতম শক্তি জোট ন্যাটোর সদস্যপদ পেতে চলেছে ভারত৷ ট্রাম্প প্রশাসনের উদ্যোগে ভারতকে ন্যাটো সদস্যপদ দেওয়া হতে পারে বলে ওয়াশিংটনের একটি বিবৃতিকে উল্লেখ করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই৷

একদিকে ভারত-মার্কিন সম্পর্ক, অন্যদিকে ভারত-রাশিয়ার বন্ধুত্ব নতুন করে মাত্রা পেতে চলেছে৷ কেননা, ভারত-রাশিয়ার মধ্যে কূটনীতিগত সম্পর্ক বেশ পুরানো৷ যে কোনও বিপদে রাশিয়াকে পাশে পেয়ে এসেছে ভারত৷ সেই ধারা মোদির আমলেও ছিল অটুট৷ ভারত-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকার কারণে মোদিকে অর্ডার অফ সেন্ট অ্যানড্র‌ু সম্মানে ভূষিত করা হচ্ছে বলে জানা গিয়েছে৷

অর্ডার অফ সেন্ট অ্যানড্র‌ু সম্মান রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান৷ ১৬৯৮ সাল থেকে এই সম্মান দিয়ে আসছে রাশিয়া সরকার৷ সোভিয়েত ইউনিয়নের সময়ে অর্ডার অফ সেন্ট অ্যানড্র‌ু প্রদান করা বন্ধ হয়ে যায়৷ পরে ১৯৯৮ থেকে ফের এই সম্মান চালু করে রুশ প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + fifteen =