ওয়াইন গ্লাসে ট্রেনের সঙ্গত! সুরের মূর্ছনায় আচ্ছন্ন হামবুর্গ! দেখুন ভিডিও

ওয়াইন গ্লাসে ট্রেনের সঙ্গত! সুরের মূর্ছনায় আচ্ছন্ন হামবুর্গ! দেখুন ভিডিও

 
হামবুর্গ: ট্রেন ছুটেছে তাই রিনিঝিনি সুর বাজছে তাতে৷ মিউজিক্যাল ট্রেন৷ হাজারেরও বেশি জল ভর্তি ওয়াইন গ্লাসে সুর তুলে এই ট্রেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে ৷ ট্রেন যত এগোচ্ছে, ততই মিষ্টি গানের সুর যেন আচ্ছন্ন করছে শ্রোতাকে৷ চোখ বুজলে মনে হবে কখন যেন পৌঁছে গিয়েছেন কোনও মিউজিক্যাল কনসার্টে। যদিও এই ট্রেনে চড়ার কোনও উপায় নেই৷ এটা হামবুর্গের মিনিয়েচার ওয়ান্ডারল্যান্ড মিউজিয়ামের একটি মডেল ট্রেন ৷

বিজ্ঞান যেমন আশীর্বাদের সঙ্গে কখনও সখনও অভিশাপও বটে,  তেমনি করোনা নামক অভিশপ্ত সংক্রমণে যখন ত্রস্ত গোটা বিশ্ব, তখন জার্মানিতে এই মডেল ট্রেনের স্রষ্টা ফ্রেডারিক ব্রাউন ও তাঁর দলবল এই লকডাউনের সময়টাকে কাজে লাগিয়ে ঘটিয়ে ফেললেন এক অভিনব বিপ্লব৷ প্রায় তিন হাজারেরও বেশি কাচের গ্লাসে জল ঢেলে সারি বেঁধে সাজানো হয়েছে ৷ এক একটা গ্লাসকে দেওয়া হয়েছে এক-একটা সুর ৷ রেল লাইনের চারপাশে একে একে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট ছোট্ট হামবুর্গ, লাস ভেগাসের মতো শহর৷ এর পাশ দিয়েই আশ্চর্য এই ট্রেন জলতরঙ্গের মতো রিনিঝিনি সুর তুলে এগিয়ে চলেছে৷ তবে একটা ওয়াইন গ্লাস তুলে নিলেই সুর, তাল, লয় বিগড়ে যাবে। এভাবেই প্রায় ২০টি গানের সুর তুলছে এই মডেল ট্রেন। তবে গিনেস বুকে নাম উঠলেও, ট্রেন নিয়ে ঠিক খুব একটা সন্তুষ্ট নন স্রষ্টা ব্রাউন। তাঁর কথায়, ‘এটা পুরোপুরি পারফেক্ট হয়নি ৷ শুধু ওয়াইন গ্লাসগুলি বাজানোর চেষ্টা করেছি ৷ এই বিশ্ব রেকর্ডটা দারুণ একটা ব্যাপার ৷ তবে এটা যে শিগগিরই কেউ ভাঙতে পারবে না৷ এ ব্যাপারে আমি নিশ্চিত।’

 

প্রসঙ্গত, জার্মানির মিনিয়েচার ওয়ান্ডারল্যান্ড মিউজ়িয়াম যে এই প্রথমবারই গিনেম বুকে নাম তুলল, তা নয়৷ এর আগে বিশ্বের দীর্ঘতম মডেল ট্রেন এখানেই তৈরি করা হয়েছিল ৷ যার রেল ট্র্যাকের দৈর্ঘ্য ছিল ১৫,৭১৫ মিটার ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *