নানগারহর: ফের জঙ্গি হানার কবলে আফগানিস্থান৷ পরপর দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ১৮ জন জনের৷ ৫০ জনের বেশি গুরুতরভাবে আহত হয়েছেন বলে খবর৷ নানগারহর প্রদেশে দু’টি মসজিদে পরপর হামলার ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় সংবাদমাধ্যম৷
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, আফগানিস্তানে নানগারহর প্রদেশে আজ দুপুরে ধারাবাহিক বিস্ফোরণ ঘটেছে৷ দুটি মসজিদে পরপর বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে৷ ঘটনায় জখম হয়েছেন অন্তত ৫০ জন৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
At least 18 people killed and nearly 50 others wounded in two blasts inside a mosque in Nangarhar province during prayers today, local officials confirmed: TOLO News
— ANI (@ANI) October 18, 2019
স্থানীয় প্রশাসন জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে৷ গোটা ঘটনার পিছনে জঙ্গি হানার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন৷ যদিও এই হামলার দায় এখনও স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশবাহিনী৷ এলাকাজুড়ে ফেলেছে পুলিশ৷ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন৷