মসজিদে জঙ্গি হামলা, মৃত অন্তত ৪৯

নিউজিল্যান্ড: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে শুক্রবার গুলি চালনার ঘটনা ঘটল। ঘটনায় একাধিক মানুষ নিহত হয়েছেন বলে সম্প্রচারিত হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমে। ঘটনায় ৪৯ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে যানা যাচ্ছে। আহত হয়েছেন ২০। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক জনকে। পুলিশ কমিশনার মাইক বুশ জানান, শহরের সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়

মসজিদে জঙ্গি হামলা, মৃত অন্তত ৪৯

নিউজিল্যান্ড: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে শুক্রবার গুলি চালনার ঘটনা ঘটল। ঘটনায় একাধিক মানুষ নিহত হয়েছেন বলে সম্প্রচারিত হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমে। ঘটনায় ৪৯ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে যানা যাচ্ছে। আহত হয়েছেন ২০।

পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক জনকে। পুলিশ কমিশনার মাইক বুশ জানান, শহরের সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন দেশের মসজিদগুলিতে যেতে বারণ করা হয়েছে বলে জানা গেছে। সেন্ট্রাল ক্রাইস্টচার্চের বাসিন্দাদের ঘরে থাকার জন্য সতর্কতা জারি করা হয়েছে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে শনিবার বাংলাদেশ নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট হওয়ার কথা ছিল। গুলি চালনার সময় সেখানে বাংলাদেশ ক্রিকেট দলের কয়েকজনও উপস্থিত ছিলেন বলে জানা গেছে স্থানীয় সংবাদমাধ্যম থেকে। এক টিভি সাংবাদিক জানান বাংলাদেশের ক্রিকেট টিমের কয়েকজন সদস্য মসজিদে উপস্থিত ছিলেন। কোনও রকমে তাঁরা সেখান থেকে বেরিয়ে যান। অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশের ক্রিকেটাররা। ঘটনার পর নিরাপত্তার কথা মাথায় রেখে ক্রাইস্টচার্চে চলা নিউজিল্যান্ড-বাংলাদেশ তৃতীয় টেস্ট বাতিল করেছে আইসিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *