নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গুলি হানায় ৯জন ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গুলিতে ৪৯ জন মারা গিয়েছেন, জখম আরও ৪৮ জন। এই গুলিতে প্রাণ হারিয়েছেন দুই ভারতীয়, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও একজন।
এই খবর জানিয়েছেন সেখানকার ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জীব কোহলি। অন্যদিকে, জুম্মাবারের নমাজের সময় এই ভয়ঙ্কর হামলায় অন্যতম অভিযুক্ত ব্রেন্টন হ্যারিসন টারান্টকে শনিবার আদালতে হাজির করা হয়। ৫ এপ্রিস পর্যন্ত তার হেফাজত হয়েছে। ব্রেন্টন অস্ট্রেলিয়ার ডুনেডিমনের বাসিন্দা। সে তার গুলি করার ১৭ মিনিটের লাইভ ভিডিও আপলোড করেছিল। আদালতে সাংবাদিকদের দিকে তাকিয়ে হেসেছে। শ্বেতশক্তির প্রতীক মুদ্রা দেখিয়েছে হাতের আঙুলে। এই হামলাকে বর্ণবিদ্বেষী হামলা বলেই মনে করছে নিউজিল্যান্ডের পুলিশ। এই হামলা পরিকল্পিত, ঠান্ডা মাথার।