নিউজিল্যান্ড: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে চলল গুলি৷ জানা গিয়েছে, এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী মসজিদের ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। মৃত্যু হয়েছে ছ’জনের। জখম বহু। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
অল্পের জন্য রক্ষা পেয়েছেন সফররত বাংলাদেশের ক্রিকেটাররা। তাঁরা ওই মসজিদের কাছেই ছিলেন। প্রার্থনার জন্য যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল ট্যুইট করে জানিয়েছেন, সব খেলোয়াড়রাই সুরক্ষিত রয়েছেন। হামলার ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে এলাকার সমস্ত স্কুল বন্ধ করে দিয়েছে সে দেশের প্রশাসন। অকুস্থল ঘিরে রেখেছে বিরাট পুলিশ বাহিনী। প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ড এদিনকে ‘কালো দিন’ আখ্যা দিয়ে তাঁর সমস্ত অনুষ্ঠান বাতিল করেছেন৷ এদিনের এই হামলার জেরে বাতিল নিউজিল্যান্ড-বাংলাদেশ তৃতীয় টেস্ট৷ তড়িঘড়ি দেশে ফারানো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে৷
Jacinda Ardern,NZ Prime Minister on shooting at a Mosque in Christchurch: This is one of New Zealand’s darkest days. It was an unprecedented act of violence. Police has apprehended a person, but I don’t have further details of him yet. pic.twitter.com/xzTHBjk4Xq
— ANI (@ANI) March 15, 2019
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস জানিয়েছেন, মসজিদে টিম ঢোকার আগে আগেই গুলি চালনার ঘটনা ঘটে যায়। খবর পেয়েই এলাকা থেকে বেরিয়ে আগে দলের সদস্যরা। ওদের হোটেল থেকে বের হতে নিষেধ করা হয়েছে। দলের ব্যাটসম্যান তামিম ইকবাল টুইট করেছেন, ভয়ঙ্কর অভিজ্ঞতা। দলের সবাই নিরাপদ।