সমুদ্রের গ্রাসে চলে যাবে মহানগরী! জানাল গবেষণা

নয়াদিল্লি: মুম্বই৷ দেশের ব্যাস্ততম শহরগুলির মধ্যে অন্যতম৷ বলা হয়, দেশ যখন ঘুমিয়ে থাকে, তখনও জেগে থাকে মুম্বই৷ কিন্তু, সম্প্রতি প্রকাশিত এক গবেষণা থেকে অনুমান করা হচ্ছে, আগামী ৩০ বছরের মধ্যে সমুদ্রগর্ভে চিরনিদ্রায় চলে যেতে চলেছে এই মায়ানগরী৷ সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী গবেষকরা জানিয়েছেন, সমুদ্র জলস্তর বেড়ে গিয়েছে৷ আর তার জেরে জলে

d1a222d70c8e7e50d0166cce9a10061d

সমুদ্রের গ্রাসে চলে যাবে মহানগরী! জানাল গবেষণা

নয়াদিল্লি: মুম্বই৷ দেশের ব্যাস্ততম শহরগুলির মধ্যে অন্যতম৷ বলা হয়, দেশ যখন ঘুমিয়ে থাকে, তখনও জেগে থাকে মুম্বই৷ কিন্তু, সম্প্রতি প্রকাশিত এক গবেষণা থেকে অনুমান করা হচ্ছে, আগামী ৩০ বছরের মধ্যে সমুদ্রগর্ভে চিরনিদ্রায় চলে যেতে চলেছে এই মায়ানগরী৷

সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী গবেষকরা জানিয়েছেন, সমুদ্র জলস্তর বেড়ে গিয়েছে৷ আর তার জেরে জলে তলায় তলিয়ে যাবে মায়ানগরী৷ সমুদ্র-স্তর বৃদ্ধির প্রবনতা দেখা গিয়েছে৷ যে এভাবে চলতে থাকলে মুম্বইয়ের উপকূলের বিভিন্ন এলাকার ভবিষ্যতে তলিয়ে যাতে পারে৷

এই গবেষণা থেকে অনুমান করা হচ্ছে, বর্তমানে প্রায় দেড় কোটি মানুষ এখন এমন একটি অঞ্চলে বসবাস করছেন যা এই শতাব্দীর মাঝামাঝি সময়েই উচ্চ-জোয়ারের কবলে পড়বে৷ তাদের এই অনুমান যে সত্যি প্রমানিত হবে তা তারা একপ্রকার নিশ্চিত বলে জানিয়েছেন গবেষকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *