সেরা ভুঁড়িওয়ালা পুরুষের মাথায় ওঠে শিরোপা, জানেন কোথায়?

সেরা ভুঁড়িওয়ালা পুরুষের মাথায় ওঠে শিরোপা, জানেন কোথায়?

 

আদ্দিস আবাবা: মেদবহুল ভুঁড়িতেই বাজিমাৎ! ভুঁড়ি প্রদর্শনের আজব প্রতিযোগীতা৷ সেরা ভুঁড়িওয়ালা পুরুষের মাথায় ওঠে শিরোপা, জানেন কোথায়?

মেদহীন, টানটান শরীর পেতে না জানি জিমে গিয়ে কত কষ্টই না করছেন, কিন্তু জানেন কি পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে মোটা ভুঁড়ি বানানোর জন্য প্রতিযোগিতায় নামেন পুরুষরা। শুধু তাই নয়, সেরা ভুঁড়িওয়ালা পুরুষের মাথায় ওঠে সেরার শিরোপা!

ইথিওপিয়ার ওমো উপত্যকার বোদি সম্প্রদায়ের মানুষদের মধ্যে এমনই এক আজব রীতির প্রচলন আছে। তবে হ্যাঁ, এমন মেদবহুল শরীর বানানোর জন্যও কসরত করতে হয় তাদের-নববর্ষের সময় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইথিওপিয়ার আদিবাসীরা এই রীতি পালন করেন।অনুষ্ঠানের প্রায় ৬ মাস আগে থেকে ভুঁড়ি বাড়ানোর কাজে লেগে পড়েন পরিবারের পুরুষরা।এর জন্য রোজ ১ লিটার করে গরুর রক্ত ও ১ লিটার দুধের মিশ্রণ তারা পান করেন। তবে এরজন্য গো হত্যা সমর্থন করে না এই উপজাতি।বর্শা জাতীয় ধারালো অস্ত্র দিয়ে গরুর শরীরে সামান্য জখম করে রক্ত সংগ্রহ করেন।

প্রতিটি পরিবার থেকে অবিবাহিত পুরুষরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। সবচেয়ে মোটা আর ভুঁড়িওয়ালা পুরুষের মাথায় ওঠে সেরার শিরোপা। বিজেতার সব চাহিদা পূরণ করে বোদি উপজাতির সদস্যরা। একটি নির্দিষ্ট স্থানে জমায়েত হয়ে এই রীতি পালন করেন স্থানীয়রা। অনুষ্ঠানের দিন সারা শরীরে ছাই মেখে একটি পবিত্র গাছের চারপাশে ঘোরেন পুরুষ অংশগ্রহণকারীরা। এরপর সকলের ভুঁড়ির মাপ নেওয়া হয়। সবচেয়ে বেশি ভুঁড়িওয়ালা সদস্য বিজেতা হন। অনুষ্ঠান শেষ হলেই ফের স্বাভাবিক জীবনে ফিরে আসেন পুরুষরা। কয়েক সপ্তাহ অল্প খাওয়া-দাওয়া করে ফের আগের চেহারায় তারা ফিরে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 10 =