সামাজিক দূরত্ব শিকেয় তুলে মার্কিন মুলুকে দেদার ফুর্তি, পার্টি, সৈকতে জলকেলি

সামাজিক দূরত্ব শিকেয় তুলে মার্কিন মুলুকে দেদার ফুর্তি, পার্টি, সৈকতে জলকেলি

নিউ ইয়র্ক:  সামাজিক দূরত্ব বিধি শিকেয় তুলে মার্কিন তালুকে মহাসমারোহে পালিত হল মেমোরিয়াল ডে৷ সমুদ্র সৈকতে উপচে পড়ল জনতার ভিড়৷ প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে সমুদ্রের জলে চলল কয়েক হাজার মানুষের জলকেলি৷    

বিশ্বজুড়ে করোনা উদ্বেগের মধ্যেই মেমোরিয়াল ডে উপলক্ষে আমেরিকার ফ্লোরিডায় ফিরল উৎসবের আমেজ। সমুদ্রের ধারে রেস্তোরাঁগুলিতে তিল ধারনের জায়গাটুকুও ছিল না৷ রেস্তোরাঁর গায়ে বড় বড় করে লিখে দেওয়া হয় সোশ্যাল ডিস্টেনসিং বজায় রাখুন৷ কিন্তু সে সবের পরোয়া নেই উৎসবমুখর মানুষের মধ্যে৷ 

ক্যালফোর্নিয়া থেকে ফ্লোরিডা সাগর পাড়ে নামে জনতার ঢল৷ তবে বেশ কয়েকটি জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় তেমনভাবে ভিড় চোখে পড়েনি৷ তবে লস অ্যাঞ্জেলেসের সমুদ্র সৈকত ছিল ভিড়ে ঠাসা৷ তাঁদের মুখে না ছিল কোনও মাস্ক, না ছিল গ্লাভস৷ আর সোশ্যাস ডিস্টেনসিং? উৎসবের মাঝে ছিল না এসবের কোনও বালাই৷

ভিড় এতটাই ছিল যে, একটি বারের মালিক সামাজিক দূরত্ব রক্ষা করতে ভাড়া করেছিলেন ফুটবল কোচ এবং খেলোয়াড়দের৷ আবার অনেক হোটেল মালিক বলেন, এত ভিড়ের মাঝে দূরত্ব বজায় রেখে চলাটা ছিল সত্যিই চ্যালেঞ্জিং৷

মে মাসের শেষ সোমবার আমেরিকায় পালিত হয় মেমোরিযাল ডে৷ এই দিন শহিদ সেনাকর্মীদের স্মরণ করা হয়৷ এই উপলক্ষে সমুদ্রের ধারে মিলত হন মার্কিন নাগরিকরা৷ সেই মতোই সোমবার আমেরিকায় মহাসমারোহে পালিত হল মেমোরিয়াল ডে৷ কে বলবে করোনায় মৃত ও আক্রান্তের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা৷ 

অন্যদিকে, এদিন টাইবি দ্বীপ থেকে দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ৷ ছুটির দিনে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন এই দ্বীপে৷

কিন্তু কেন ওই দুই মহিলাকে গ্রেফতার করা হল, সেই বিষয়ে স্পষ্ট নয়৷ তবে রীতিমতো হাতকড়া পরিয়ে সৈকত থেকে নিয়ে যাওয়া হয় তাঁদের৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *