দাম্পত্য জীবনের ইতি টেনে ২০০ কোটি ডলার পেলেন বিল গেটসের স্ত্রী

দাম্পত্য জীবনের ইতি টেনে ২০০ কোটি ডলার পেলেন বিল গেটসের স্ত্রী

 

ওয়াশিংটন: ২৭ বছরের দাম্পত্য জীবনের পর ঘর ভাঙল বিল গেটসের৷ ইতি পড়তে চলেছে বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটসের সম্পর্কে৷ সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন খোদ মাইক্রোসফট কর্তা৷

বিবাহিত সম্পর্কে ইতি টানার পর গেটস পরিবারের সাড়ে ১৪ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে নিয়ে শুরু হয়েছে প্রবল চর্চা৷ গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এই বিপুল সম্পদ কী হবে? কীভাবে করা হবে ভাগাভাগি? যতই হোক বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি বলে কথা!

খবরে প্রকাশ, চুপিসাড়ে সম্পত্তি হস্তান্তরের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন বিল গেটস৷ কাসকেড ইনভেস্টমেন্ট সংস্থার মাধ্যমে সেই কাজ চলছে বলে খবর৷ কম করে হলেও প্রায় ২০০ কোটি ডলারের শেয়ার পেয়েছেন বিল-স্ত্রী মেলিন্ডা গেটস৷ ইতিমধ্যেই শেয়ার স্থানান্তরের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে৷ বিচ্ছেদের কথা ঘোষণার আগেই স্থানান্তরের প্রক্রিয়া শেষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 3 =