করোনা যোদ্ধাদের পাত পেড়ে খাওয়ালেন ট্রাম্প-জায়া, ত্রাণ বিলি কন্যা ইভাঙ্কার

করোনা যোদ্ধাদের পাত পেড়ে খাওয়ালেন ট্রাম্প-জায়া, ত্রাণ বিলি কন্যা ইভাঙ্কার

ওয়াশিংটন: সারা বিশ্বকে গ্রাস করেছে করোনা৷ আক্রান্ত হয়েছেন প্রায় দেড় কোটি মানুষ৷ প্রতিনিয়ত বেড়ে চলেছে মৃত্যু মিছিল৷ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন তালুক৷ এই মারণ ভাইরাসের বিরুদ্ধে অনবরত লড়াই করে চলেছেন চিকিৎসক, নার্স থেকে শুরু করে সকল স্বাস্থ্যকর্মীরা৷ এই সকল কোভিড-যোদ্ধা ও অতিমারী কবলিত মানুষের পাশে দাঁড়ালেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া এবং তাঁর কন্যা ইভাঙ্কা ট্রাম্প৷ সামনের সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই চালানো এই যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন ট্রাম্প-জায়া ও তাঁর কন্যা৷ ইভাঙ্কা বাক্স ভর্তি খাবার বিলি করেন দুর্গতদের মধ্যে৷ এছাড়া ত্রাণও বিলি করেন তিনি৷ 

এদিকে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৬ লক্ষেরও বেশি মানুষের৷ আমেরিকার পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন৷ দিন রাত এক করে কাজ করে চলেছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও দমকলকর্মীরা৷ তাঁদের এই সাহসিকতাকে সম্মান জানিয়েই এই মধ্যাহ্নভোজনের আয়োজন করেন মেলানিয়া ট্রাম্প৷ সেই সঙ্গে মানুষের পাশে মার্কিন প্রেসিডেন্টের পাশে থাকার বার্তা পৌঁছে দেন মার্কিন ফার্স্ট লেডি৷ এর আগে কলম্বিয়ার দমকলকর্মী ও জরুরি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সঙ্গেও দেখা করেছিলেন তিনি৷

তাঁদের সঙ্গে দেখা করে মার্কিন ফার্স্ট লেডি বলেন, ‘‘নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন পুলিশ ও দমকলকর্মীরা৷ তাঁদের প্রতি প্রেসিডেন্ট এবং আমার পূর্ণ সমর্থন রয়েছে৷’’ অন্যদিকে, ওয়াশিংটন ডিসিতে সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিলি করেন ট্রাম্প-কন্যা ইভাঙ্কা৷ করোনা প্রসঙ্গে এদিন মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘মূল্যবান জীবন হারাচ্ছি আমরা, এজন্য আমরা শোকাহত৷ ভ্যাকসিন তৈরি করে আমরা করোনাভাইরাসকে পরাজিত করবই। উল্লেখ্য, আমেরিকায় করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪০ হাজারেরও বেশি মানুষের৷ সে দেশে করোনা পজিটিভের সংখ্যা ৩.৮ মিলিয়ন।

এদিকে, করোনা অতিমারীর সঙ্গে লড়াই করা দেশগুলিকে ৭৫০ বিলিয়ন ইউরো সাহায্যের সম্মতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ ব্রাসেলসে প্রায় চারদিন ধরে ম্যারাথন বৈঠকের পর অবশেষে ওই বিশাল অঙ্কের অনুদানের জন্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − one =