হ্যারি ও মেগানের কোলে এল রাজকন্যা, মেয়ের নাম প্রকাশ ব্রিটিশ রাজ দম্পতির

হ্যারি ও মেগানের কোলে এল রাজকন্যা, মেয়ের নাম প্রকাশ ব্রিটিশ রাজ দম্পতির

লন্ডন: দ্বিতীয়বার মা হলেন মেগান মার্কেল৷ ছেলের পর এবার কন্যা সন্তানের জন্ম দিলেন ডাচেস অফ সাসেক্স। শুক্রবার সকালে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় একটি হাসপাতালে রাজকন্যাল জন্ম দেন ব্রিটিশ রাজকুমার হ্যারির স্ত্রী৷ 

আরও পড়ুন- এইচআইভি পজিটিভ মহিলার শরীরে ২১৬ দিন করোনার উপস্থিতি!

একটি বিবৃতিতে ব্রিটিশ রাজপরিবারের এই দম্পতি জানিয়েছেন, ৪ জুন স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে ফুটফটে রাজকন্যার জন্ম হয়েছে৷ শিশুর ওজন প্রায় সাড়ে ৩ কেজি৷ মা ও শিশু দু’জনের সুস্থ আছে৷ সেই সঙ্গে সদ্যোজাত কন্যার নামও প্রকাশ করেছেন প্রিন্স৷ মায়ের নাম জড়িয়েই মেয়ের নাম রেখেছেন হ্যারি ও মেগান৷ রাজ পরিবারের অষ্টম উত্তরাধিকারী নাম রাখা রয়েছে লিলিবেট ‘লিলি’ ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর৷ কিন্তু এত বড় নাম? অনেকেই জানতে চেয়েছেন এর রহস্য কী৷ ভক্তদের সেই কৌতুহলও মিটিয়েছেন হ্যারি-মেগান৷ ব্রিটিশ রাজ দম্পতি একটি বিবৃতিতে জানিয়েছেন, রানি দ্বিতীয় এলিজাবেথের ডাকনামেই মেয়েকে লিলি বলে ডাকা হবে। আর হ্যারির মা ডায়নার নাম জোড়া হয়েছে লিলির সঙ্গে৷   যদিও মেয়ের ছবি এখনও প্রকাশ্যে আনেননি তাঁরা৷

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৯ মে মেগান মর্কেলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিন্স হ্যারি৷ এর বছরের মাথায় ২০১৯ সালের ৬ মে তাঁদের কালে আসে পুত্র আর্চি৷ এবার রাজ পরিবারের এল রাজকন্যা৷ ছেলের পর মেয়ে হওয়ায় স্বভাবতই তাঁরা উচ্ছ্বসিত৷ সকলকে ধন্যবাদ জানিয়ে হ্যারি-মেগান লিখেছেন, ‘‘সকলের আশীর্বাদে আমাদের কোলে এসেছে লিলি৷ আমরা যা কল্পনা করেছিলাম, তার চেয়ে অবেক বেশি আমাদের সন্তান৷ গোটা বিশ্বের মানুষ আমাদের যে ভালোবাসা ও আশীর্বাদ দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 7 =