সুখবর, অবশেষে খুলল মক্কা-মদিনার দরজা, চোখ রাঙাচ্ছে করোনা

সুখবর, অবশেষে খুলল মক্কা-মদিনার দরজা, চোখ রাঙাচ্ছে করোনা

কায়রো:  ফের খুলে দেওয়া হল মুসলিম ধর্মাবলম্বীদের অতি পবিত্র শহর মক্কা ও মদিনার দুই মসজিদ৷ নোভেল করোনা সংক্রমণ রুখতে বন্ধ রাখা হয়েছিল মক্কার আল-হারাম মসজিদ এবং মদিনার আল-মসজিদ-আল নওয়াবির ফটক৷

করোনায় আক্রান্ত গোটা বিশ্ব৷ করোনা থাবা বসিয়েছে মরু শহরেও৷ সংক্রমণ রুখতে ২৫টিরও বেশি দেশ থেকে আসা পূণ্যার্থী ও পর্যটকদের জন্য এই দুই মসজিদের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সৌদি সরকার৷ শুক্রবার তা পুনরায় খুলে দেওয়া হল৷ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মসজিদের দরজা বন্ধ রেখে চলছিল জীবানু মুক্ত করার কাজ৷

সৌদি আরবে এখনও পর্যন্ত পাঁচজন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷ নোভেল করোনার সংক্রমণ রুখতে তৎপর সৌদি সরকার৷ বিদেশ থেকে দেশে ফেরা নাগরিকদের উপরেও বিধি নিষেধ লাগু করা হয়েছে৷ সাফ নির্দেশ, দেশে ফিরেই তাঁরা মসজিদে ঢোকার অনুপতি পাবেন না৷ প্রবেশাধিকার পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে কমপক্ষে ১৪ দিন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =