কলম্বো: জাহরান হাসিম। ইস্টার রবিবারে শ্রীলঙ্কায় ঘটে যাওয়া ধারাবাহিক বিস্ফোরণে অন্যতম মূল চক্রী হিসেবে উঠে এসেছে এই বিতর্কিত মৌলবীর নাম। সাম্প্রতিক হামলায় তার নাম উঠলেও গত কয়েক বছর ধরেই এই মৌলবীর বিরুদ্ধে সরব হয়েছে শ্রীলঙ্কার মুসলিম সম্প্রদায়। এমনকী, সরকারকে তার কার্যকলাপ নিয়েও সতর্ক করা হয়েছিল বলেও দাবি করেছেন মুসলিম সম্প্রদায়ের একাংশ।
গত মঙ্গলবার হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গিগোষ্ঠী আইএস। নিজেদের দাবির সপক্ষে একটি ভিডিও প্রকাশ করে আইএস। ভিডিওটিতে কালো জোব্বা পরিহিত আটজনকে দেখা যায়। সেখানেই কাঁধে রাইফেল নিয়ে জাহরান হাসিমকে দেখা যায়। বিতর্কিত এই মৌলবী বাদে অপর সাতজনের মুখই সাদা-কালো চেক স্কার্ফ দিয়ে ঢাকা ছিল। রবিবারের এই হামলার জন্য নাম না করে হাসিমের দিকেই আঙুল তুলেছে শ্রীলঙ্কা সরকার। পাশাপাশি, ধারাবাহিক এই বিস্ফোরণের জন্য দায়ী করা হয়েছে স্থানীয় এক কট্টরপন্থী মুসলিম সংগঠন ন্যাশনাল থোউহিথ জামাতকে (এনটিজে)। বিস্ফোরণের তদন্তে নেমে বিভিন্ন অসমর্থিত সূত্রে হাসিমের নাম জানতে পারেন গোয়েন্দারা। এরপরে আইএসের ভিডিওটি প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়ে যায়, এই হামলার পিছনে মূল চক্রী শ্রীলঙ্কার এই মৌলবীই।