ভয়াবহ বিপর্যয়ের মুখে পৃথিবী! ভারত মহাসাগরে টেকটনিক প্লেটে বড় ফাটল

ভয়াবহ বিপর্যয়ের মুখে পৃথিবী! ভারত মহাসাগরে টেকটনিক প্লেটে বড় ফাটল

প্যারিস: ভারত মহাসাগরের অতলে একটি বিশালাকার টেকটোনিক প্লেটে ফাটল লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। ভারত ও অস্ট্রেলিয়ার মাঝে ভারত মহাসাগরের নীচে রয়েছে ইন্ডিয়ান-অস্ট্রেলিয়ান- ক্যাপ্রিকর্ন নামক এই প্লেটটি৷

প্যারিসের ইনস্টিটিউট অফ আর্থ ফিজিক্সের বিশেষজ্ঞরা ভারত মহাসাগরে ইন্ডিয়ান-অস্ট্রেলিয়ান- ক্যাপ্রিকর্ন প্লেটে এই ফাটলটি লক্ষ্য করেছেন৷ তাঁদের এই গবেষণাটি সম্প্রতি জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স নামক পত্রিকায় প্রকাশিত হয়৷ টেকটোনিক প্লেটে ফাটলের জেরে অদূর ভবিষ্যতে বিশালাকার ভূমিকম্প ও জলোচ্ছ্বাসের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। 

লাইভ জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে সহ-গবেষক অরলি কৌদুরিয়ার-কার্ভুর বলেন, ‘‘খুব দ্রুত গতিতে নয়, বরং অত্যন্ত ধীর গতিতে প্লেটটি দুটি ভাগে বিভক্ত হতে শুরু করেছে। যার ফলে ঘটতে পারে বিশাল ভূমিকম্প৷’’ এর আগে ২০১২ সালে ইন্দোনেশিয়ার কাছ ভারত মহাসাগরে দুটি ভূমিকম্প হয়েছিল৷ ভূকম্পের মাত্রা ছিল ৮.৬ এবং ৮.২৷ এই বিপর্যয়ে মৃত্যু হয়েছিল ১০ জনের৷ জখম হয়েছিলেন বহু মানুষ৷

এর পর থেকেই বিজ্ঞানীরা সাগরের অতলে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেন৷ তবে বর্তমানে প্লেটটি যে গতিতে সরছে, তাতে এক মাইল বিভাজন তৈরি হতেই ১০ লক্ষ বছর সময় লেগে যাবে৷ প্লেটের গতি মন্থর হলেও একেবারে নিশ্চিন্ত হতে পারছেন না গবেষকরা। কারণ, জলের নীচে থাকা প্লেটের গতিপ্রকৃতি ও বিচ্যুতি সম্পূর্ণ বোঝা সম্ভব হয় না বলেই জানিয়েছেন তাঁরা৷ অদূর ভবিষ্যতে এর থেকে বড়সড় বিপদের সম্ভাবনা না থাকলেও ২০ হাজার বছর পর ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে বিশ্বকে।

গবেষকরা জানাচ্ছেন, প্রকৃত অবস্থান থেকে টেকটোনিক প্লেটগুলি একটু নড়লেই যে কোনও মহূর্তে ভয়াবহ ভূমিকম্প ঘটতে পারে৷ বলা হচ্ছে, ভারত-অস্ট্রেলিয়ার মকরাঞ্চলের ওই প্লেটটি বছরে ০.৬৬ ইঞ্চি থেকে ১.৭ মিলিমিটার পর্যন্ত সড়ে যেতে পারে৷ যা নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *