পর পর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের শিয়ালকোটের সেনা ঘাঁটি, অস্ত্রাগারে আগুন

পর পর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের শিয়ালকোটের সেনা ঘাঁটি, অস্ত্রাগারে আগুন

লাহোর: পর পর জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের শিয়ালকোট৷ পঞ্জাব প্রদেশের সেনা ক্যান্টনমেন্টের কাছে বিস্ফোরণটি ঘটেঠে বলে মনে করা হচ্ছে৷ দূর থেকে আগুনের হলকা বেরিয়ে আসতে দেখে স্থানীয় বাসিন্দারা৷ সেই সঙ্গে শোনা যায় তীব্র আওয়াজ৷ গোটা এলাকা ধোঁয়ায় ভরে গিয়েছে৷ 

আরও পড়ুন- সুখে ভাটা! সুখী দেশের তালিকায় তলানিতে ভারত, এগিয়ে পাকিস্তান-বাংলাদেশ

স্থানীয় সূত্রে দাবি, শিয়ালকোটের সেনা ঘাঁটিতে বিস্ফোরণটি ঘটেছে৷ বিস্ফোরণের জেরে সেনাঘাঁটির অস্ত্রাগারে আগুন ধরে যায় বলে অনুমান৷ অন্য দিকে পাক সেনা সূত্রে দাবি, এদিন পিএল ১৫ ক্ষেপনাস্ত্র পরীক্ষা করা হচ্ছিল৷ জে১০-সি যুদ্ধবিমান থেকে  ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ালকোটে গিয়ে পড়ে। তার জেরেই এই বিস্ফোরণ৷ স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ভুলবশত কোনও ক্ষেপণাস্ত্র থেকে এই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে৷ 

তবে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। তবে যে ভাবে বিস্ফোরণ হয়েছে, তাতে বড়সড় ক্ষয়ক্ষতি সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে, ৪ কিমি দূর পর্যন্ত এর আওয়াজ শোনা গিয়েছে। উল্লেখ্য, ভারত সীমান্ত থেকে শিয়ালকোটের দূরত্ব মাত্র ১৩.২ কিলোমিটার৷  প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যেখানে এই বিস্ফোরণটি ঘটেছে, সেখানেই অস্ত্রসস্ত্র মজুত রাখে পাক সেনা।  বিস্ফোরণের একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে প্রায় ৩০ সেকেন্ড ধরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটছে।