মাসুদকে মুক্তি দিয়ে ভারতে বড়সড় হামলার ছক পাকিস্তানের

নয়াদিল্লি: গ্রেপ্তারির নাটক শেষে গোপনে জয়েশ ই মহম্মদের প্রধান মাসুদ আজহারকে মুক্তি দিল পাকিস্তান সরকার৷ আন্তর্জাতিক জঙ্গি তকমা পাওয়া মাসুদ আজহারকে মুক্তি দিয়ে ভারতে হামলা চালানোর জন্য বেশ কিছু ‘টার্গেট’ দেওয়া হয়েছে বলে খবর৷ মাসুদের মুক্তির খবরে ইতিমধ্যেই ভূস্বর্গে সতর্কতা জারি হয়েছে৷ গোয়েন্দা সূত্রে খবর, জয়েশ ই মহম্মদের প্রধান মাসুদ আজহারকে মুক্তি দিয়ে ভারতীয় সেনার

মাসুদকে মুক্তি দিয়ে ভারতে বড়সড় হামলার ছক পাকিস্তানের

নয়াদিল্লি: গ্রেপ্তারির নাটক শেষে গোপনে জয়েশ ই মহম্মদের প্রধান মাসুদ আজহারকে মুক্তি দিল পাকিস্তান সরকার৷ আন্তর্জাতিক জঙ্গি তকমা পাওয়া মাসুদ আজহারকে মুক্তি দিয়ে ভারতে হামলা চালানোর জন্য বেশ কিছু ‘টার্গেট’ দেওয়া হয়েছে বলে খবর৷ মাসুদের মুক্তির খবরে ইতিমধ্যেই ভূস্বর্গে সতর্কতা জারি হয়েছে৷

গোয়েন্দা সূত্রে খবর, জয়েশ ই মহম্মদের প্রধান মাসুদ আজহারকে মুক্তি দিয়ে ভারতীয় সেনার উপর হামলা চালানোর বিষয়েও বেশ কিছু ‘টার্গেট’ দেওয়া হয়েছে৷ সেনা কনভয়ে হামলা থেকে ভারতীয় সেনা ক্যাম্পে হামলা চালিয়ে অস্ত্র লুটের মতোও ছক রয়েছে জয়েশ ই মহম্মদের৷ ফলে, ৩৭০ ধারা তুলে নেওয়ার পর মাসুদ আজহারকে মুক্তি দেওয়াকে কেন্দ্র করে ভূস্বর্গে নতুন করে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন৷

আমেরিকা থেকে শুরু করে ফ্রান্স ও ব্রিটেনের প্রস্তাব মেনে মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা দিয়ে রাজি হয় পাকিস্তান৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে চিনা আপত্তি সত্ত্বেও জৈশ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণা করে৷ এই ঘোষণার পর বিশ্বের নজরে সুনাম কিনতে মাসুদ আজহারকে গ্রেপ্তার করে৷ খাতায়-কলেমে মাসুদ আজহারকে গ্রেপ্তার করা হলেও তাকে রাখা হয় জামাই আদরে৷ এবার কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর দেশ-বিদেশে মুখ পোড়ানোর পর মাসুদ আজহারকে মুক্তি দিয়ে ভারতে হামলার ছক শুরু করল পাকিস্তান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fourteen =