ওয়াশিংটন: মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা তাদের বড় জয় বলে দাবি করল আমেরিকা। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ বুধবার জৈশ এ মহমম্দ প্রতিষ্ঠাতা মাসুদকে বিশ্ব সন্ত্রাসবাদী তালিকায় যুক্ত করেছে।
এবার চিন আর ভেটো দেয়নি। মার্কিন স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও বলেছেন, এটা মার্কিন কূটনীতির জয়। পম্পেও রাষ্ট্রসংঘে মার্কিন মিশনকে ধন্যবাদ জানিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র গ্যারেট মার্কুইস জানিয়েছেন, মাসুদকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণায় দুনিয়াজোড়া সন্ত্রাস নির্মূল করতে সাহায্য করবে।