খেলার মাঠ থেকে রাজনীতির আঙিনায় স্বচ্ছন্দে ঢুকে পড়লেন বাংলাদেশের একদিনের ক্রিকেট অধিনায়ক মাশরফি মোর্তাজা। ফর্মে থাকা অবস্থায় সাংসদ হলেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামি লিগের হয়ে তিনি লড়াই করেছিলেন নড়াইল-২ কেন্দ্র থেকে। পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৪১৮ ভোট। শতাংশের হিসেবে ৯৬%। এর আগে নাইমুর রহমান দুর্জয় প্রথম সাংসদ হয়েছিলেন। সব হিসেব উল্টে বিপুল গরিষ্ঠতা পেয়েছে আওয়ামি লিগ। মোর্তাজা ইতিমধ্যেই টি-২০ আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসর নিয়েছেন। ২০০৯ সাল থেকে খেলেননি কোনও টেস্ট ম্যাচও। ৩৫ বছরের এই ক্রিকেটারের হাঁটুতে সাতবার অপারেশন করতে হয়েছিল। মাঠের ভিতর-বাইরে দারুণ জনপ্রিয় মাশরফি। মাশরাফি জানিয়েছেন, ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের সঙ্গে কোনও আপস নয়। সামনের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তিনি খেলবেন।
সাংসদ হলেন মাশরফি
খেলার মাঠ থেকে রাজনীতির আঙিনায় স্বচ্ছন্দে ঢুকে পড়লেন বাংলাদেশের একদিনের ক্রিকেট অধিনায়ক মাশরফি মোর্তাজা। ফর্মে থাকা অবস্থায় সাংসদ হলেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামি লিগের হয়ে তিনি লড়াই করেছিলেন নড়াইল-২ কেন্দ্র থেকে। পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৪১৮ ভোট। শতাংশের হিসেবে ৯৬%। এর আগে নাইমুর রহমান দুর্জয় প্রথম সাংসদ হয়েছিলেন। সব হিসেব উল্টে বিপুল গরিষ্ঠতা