নববর্ষে ঘটবে বিরল মহাজাগতিক ঘটনা, এক রেখায় চাঁদ-সহ ৩ গ্রহ

নববর্ষে ঘটবে বিরল মহাজাগতিক ঘটনা, এক রেখায় চাঁদ-সহ ৩ গ্রহ

কলকাতা: মঙ্গলবার পয়লা বৈশাখ৷ ১৪২৭ বঙ্গাব্দ৷ কিন্তু, বর্ষবরণের আনন্দ ছিনিয়ে নিয়েছে করোনা৷ করোনার থেকে জীবন বাঁচাতে ঘরবন্দি গোটা পৃথিবী৷ অতিষ্ঠ নগরজীবন৷ গোটা পৃথিবী গৃহবন্দি হওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছে প্রকৃতি৷ কমেছে দূষণ৷ রাতের আকাশও আরও উজ্জ্বল৷ এবার নববর্ষের রাতেও আরও উজ্জ্বল হয়ে উঠতে চলেছে আকাশ৷ চাঁদ-সহ এক সরলরেখায় দেখা যেতে চলেছে মঙ্গল-বৃহস্পতি-শনি গ্রহকে৷ জ্যোতির্বিদদের কাছে এ এক সোনার বছর৷

গত ৭ এপ্রিল পিঙ্ক সুপারমুনের বিরল দৃশ্য দেখে মুগ্ধ হয়েছে গোটা পৃথিবী৷ এবার আরও একবার চমকে দিতে চলেছে মহাজাগতিক এক ঘটনা৷ জানা গিয়েছে, আগামী ১৪, ১৫ ও ১৬ এপ্রিল এক সরল রেখায় দেখা যাবে বৃহস্পতি, মঙ্গল, শনি ও চাঁদকে৷ যদিও বৃহস্পতি, শনি ও মঙ্গল এক সকালে অবস্থান করে৷ তবে, এপ্রিলের মাঝামাঝি রাতের ওই তিন গ্রহকে চাঁদের সঙ্গে দেখার সুযোগ মিলতে চলেলে৷

তিন গ্রহের সঙ্গে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ একই সরলরেখায় দেখা যাবে৷ পর পর তিন দিন চলবে এই অবস্থা৷ ২০২০ সালের পর ফের ২০২২ সালে ফের দেখা যাবে এই একই অবস্থা৷ তবে, সময় থাকতে বিরলতম এই ঘটনার দেখার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না বলে মনে করছেন জ্যোতির্বিদরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =