লস অ্যাঞ্জেলস: বিশ্ব সুন্দরীদের স্বপ্নের মঞ্চ মিস ইউনিভার্স। বিশ্বের সেরা তো বটেই, সমগ্র ব্রহ্মাণ্ডের সেরা সুন্দরীর তকমা পেতে কে না চান। তেমনই একটি মঞ্চ হল মিস ইউনিভার্স। কয়েক শতাব্দী ধরে এই প্রতিযোগিতা বিশ্বের তাঁবর তাঁবর সুন্দরীদের কাছে পাখির চোখ হয়ে রয়েছে। কিন্তু সেক্ষেত্রে প্রতিযোগিতায় অংশ নিতে গেলে মানতে হয় বেশ কিছু নিয়ম। তার মধ্যে অন্যতম হল মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় এতদিন পর্যন্ত কোনো বিবাহিত মহিলাই অংশ নিতে পারতেন না। ম্যারিটাল স্ট্যাটাস এই প্রতিযোগিতায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু এবার সেই নিয়ম বদলেরই ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজকরা। জানা যাচ্ছে এবার ‘মিস’দের সৌন্দর্যের এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ‘মিসেস’রাও। অর্থাৎ প্রতিযোগীদের ম্যারিটাল স্ট্যাটাস আর কোনভাবেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণের অন্তরায় হয়ে দাঁড়াবে না। অবিবাহিত মহিলাদের পাশাপাশি বিবাহিত মহিলা, এমনকি যারা মা হয়েছেন তারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
জানা যাচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল থেকেই নয়া এই নিয়ম লাগু হচ্ছে মিস ইউনিভার্সের এই প্রতিযোগিতায়। ইতিমধ্যেই আয়োজকদের তরফ থেকে সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা প্রকাশে আনা হয়েছে। অন্যদিকে মিস ইউনিভার্সের এই ঐতিহাসিক নিয়ম বদলে খুশি বিশ্ব সুন্দরীরা। আয়োজকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গত কয়েক বছরের মিস ইউনিভার্স খেতাবজয়ী বিজয়ীরাও।
প্রসঙ্গত, মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় অংশ নিতে হলে এতদিন পর্যন্ত প্রতিযোগীদের সিঙ্গেল অর্থাৎ অবিবাহিত থাকা বাধ্যতামূলক ছিল। এমনকি প্রতিযোগিতা জেতার পরেও যতদিন পর্যন্ত বিজয়ী ওই বিশ্বসুন্দরীর কাছে মিস ইউনিভার্সের খেতাব থাকবে ততদিন তাঁর বিবাহ করার অনুমতি ছিল না। অর্থাৎ মিস ইউনিভার্স খেতাব জেতার পর অন্তত এক বছর ওই বিশ্ব সুন্দরীকে ‘সিঙ্গেল’ থাকতেই হত। কিন্তু সেই রীতিতেই আসছে বদল। জানানো হয়েছে, মিস ইউনিভার্সের এই প্রতিযোগিতায় ম্যারিটাল স্ট্যাটাসকে আর কোনভাবেই গুরুত্ব দেওয়া হবে না। এই প্রতিযোগিতায় শুধু অবিবাহিত নন, বিবাহিত এমনকি মায়েরাও অংশ নিতে পারবেন। আগামী বছর মিস ইউনিভার্সের প্রতিযোগিতার আসর বসছে মাদাগাস্কার এবং রোমানিয়ায়। সেখান থেকেই শুরু হবে নতুন নিয়মের সাথে এই ব্রহ্মাণ্ড সুন্দরী প্রতিযোগিতার পথচলা।
অন্যদিকে, মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিয়ম বদলে খুশির হাওয়া সর্বত্র। আয়োজকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্বের সমস্ত খ্যাতনামা সুন্দরীরা। এই প্রসঙ্গে ২০২০-এর মিস ইউনিভার্স প্রতিযোগিতার খেতাব জয়ী মেক্সিকোর আন্দ্রিয়া মেজা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি আন্তরিকভাবে এই নতুন নিয়মকে স্বাগত জানাচ্ছি। সমাজ বদলের সঙ্গে সঙ্গে এখন মেয়েরাও সামনের সারিতে থেকে নানা দায়িত্ব পালন করছে। ফলে নিজের পরিবারে থেকে সে এই ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেতেই পারে। আমার মতে, সময়ের সঙ্গে তাল মিলিয়েই এই নিয়ম বদল।’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>