ইজরায়েলের চূড়ান্ত হুঁশিয়ারি! একে একে গাজা ছাড়ছেন অনেকে, উদ্বেগে UN

ইজরায়েলের চূড়ান্ত হুঁশিয়ারি! একে একে গাজা ছাড়ছেন অনেকে, উদ্বেগে UN

গাজা: হামাসের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে গাজাবাসীদের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছিল ইজরায়েল। গাজার অন্তত ১০ লক্ষ উদ্বাস্তু মানুষকে এলাকা ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়েছিল তারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে না গেলে আক্রমণ করতে বাধ্য হবে বলেই জানিয়েছিল নেতানিয়াহু সরকার। তাদের এই নির্দেশ নিয়ে সরব হয়েছিল রাষ্ট্রপুঞ্জ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের আশঙ্কা ছিল, এই নির্দেশ মেনে গাজাবাসীরা এলাকা ছাড়লে আরও বিপদ হবে। কিন্তু ইজরায়েল থেমে থাকার নয় আন্দাজ করে নিয়েই একে একে গাজা ছাড়তে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। 

সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে যাতে দেখা যাচ্ছে, গাড়ির মাথায় বাক্স, বিছানা চাপিয়ে এলাকা ছাড়ছেন বহু গাজাবাসী। যদিও কোথায় যাচ্ছেন তাঁরা, তা জানা যায়নি। ইজরায়েলি সেনার স্পষ্ট হুঁশিয়ারি ছিল, নিজেদের এবং পরিবারের প্রাণ বাঁচাতে যেন গাজাবাসীরা ঘরবাড়ি ছেড়ে দেন। তারা যেন হামাস জঙ্গিদের থেকে দূরত্ব বজায় রাখেন। তবে এই হুঁশিয়ারি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপুঞ্জ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এইভাবে এলাকা ছাড়া করা হলে গাজাবাসীদের ওপর বিপদ আরও ঘনিয়ে আসবে। অনেক বেশি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। কারণ গাজার হাসপাতালগুলির তরফে জানানো হয়েছে, বহু রোগীকে হাসপাতাল থেকে সরানো সম্ভব নয়। অনেক রোগী লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশনে আছে। কিন্তু ইজরায়েল কোনও কিছুই মানছে না। 

ইতিমধ্যেই একাধিকবার এয়ারস্ট্রাইক করে গাজা স্ট্রিপের কয়েকটি রিফিউজি ক্যাম্প ধ্বংস করে দিয়েছে ইজরায়েল। এই হামলায় দেড় হাজার প্যালেস্তিনি মারা গিয়েছেন বলে খবর। তার আগে অবশ্য ১ হাজার ৩০০ জন ইজরায়েলিকে মারার অভিযোগ উঠেছে হামাস বাহিনীর বিরুদ্ধে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *