নিউইয়র্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন একাধিক যৌন নির্যাতন ইস্যুতে অভিযুক্ত। কিছুদিন আগে টাকা দিয়ে যৌনকর্মী স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি, আবার লেখিকা জাঁ ক্যারোলও তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। কিন্তু ট্রাম্প নিজে এইসব অভিযোগকে গুরুত্ব দিচ্ছেন না। সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তাঁর বক্তব্য, সবই বানানো এবং হাস্যকর জঘন্য গল্প।
লেখিকা জাঁ ক্যারোল দাবি করেছিলেন, নব্বই দশকের মাঝামাঝি সময়ে ম্যানহাটনের একটি শপিং মলের ট্রায়াল রুমে তাঁকে ধর্ষণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। লেখিকা জানিয়েছেন, ট্রায়াল রুমে জবরদস্তি তাঁর শরীরে হাত দিয়েছিলেন তিনি, জোর করে তাঁকে যৌন হেনস্থা করা হয়। তাঁর আইনজীবীর দাবি, ট্রাম্পের শারীরিক শক্তির কাছে পেরে ওঠেননি তাঁর মক্কেল। যদিও এই অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন খোদ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য, এই অবস্থায় ক্যারোলের সমর্থনে এগিয়ে এসেছেন অনেকে। ইতিমধ্যেই দুজন মহিলা এই বিষয়ে সাক্ষ্য দিয়েছেন।
যারা ট্রাম্পের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তাদের মধ্যে একজন হলেন ক্যারোলের দীর্ঘদিনের বন্ধু লিজা বার্নবাখ। আর অন্যজন হলেন জেসিকা লিডস। তাঁর আবার দাবি, সাতের দশকে বিমান সফরের সময় ট্রাম্প তাঁর শ্লীলতাহানি করেছিলেন। এই রকম একের পর এক মারাত্মক অভিযোগে আপাতত বিদ্ধ ডোনাল্ড ট্রাম্প। এর জেরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।