দুর্ঘটনায় খসে যাওয়া লিঙ্গ হাতে বসালেন চিকিৎসকেরা! তার পর….

দুর্ঘটনায় খসে যাওয়া লিঙ্গ হাতে বসালেন চিকিৎসকেরা! তার পর….

লন্ডন: একটি বিরল রক্তজনিত রোগে হারিয়ে গিয়েছিল তাঁর পুরুষাঙ্গ৷ বহু চেষ্টার পর তা ফিরেও পেলেন৷ কিন্তু অদ্ভূত ভাবে৷ শ্রোণি অঞ্চলে নয়৷ তাঁর পুরুষাঙ্গ বসানো হল হাতে! অবাক লাগলেও, এমনটাই ঘটেছিল বছর ৪৭ এর ম্যাকলম ম্যাকডোনাল্ডের সঙ্গে৷ তবে পুরুষাঙ্গ ফিরে পেয়ে বেজায় খুশি তিনি৷ কিন্তু কী ভাবে পুরুষাঙ্গ ফিরে পেলেন তিনি? 

আরও পড়ুন- এ কী অবস্থা পশুরাজের? করুণ পরিণতিতে সিংহদের কুকুর বলে ভ্রম!

২০১০ সালের ঘটনা৷ এক দুর্ঘটনার কবলে পড়েন ইংল্যান্ডের নরফোকের বাসিন্দা ম্যাকলম৷ ওই দুর্ঘটনার জেরেই তাঁর শরীর থেকে খসে পড়ে পুরুষাঙ্গটি৷ ছ’ বছর আগে চিকিৎসকরা একটি জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীরে কৃত্রিম পুরুষাঙ্গ স্থাপনের চেষ্টা করেন। কিন্তু, নির্দিষ্ট জায়গায় তাঁরা পুরুষাঙ্গটি স্থাপন করতে পারেননি৷ বরং ম্যাকলমের পুরুষাঙ্গটি বসানো হয় তাঁর হাতে! জানা যায়, অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা শ্রোণি অঞ্চলে পুরুষাঙ্গটি স্থাপনের সবরকম চেষ্টা করেছিলেন৷ তাঁর রক্তে অক্সিজেনের অভাব থাকায় তা সম্ভব হয়নি৷ যা একটি দৃষ্টান্ত হয়ে যায়৷ ম্যাকলমের জীবন নিয়ে তৈরি করা হয় ‘দি ম্যান হুইথ আ পেনিস অন হিস আর্ম’ নামে একটি তথ্যচিত্র। ওই তথ্যচিত্রে নিজের জীবনের বিচিত্র অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ম্যাকলম৷ 

তিনি জানান, তাঁর হাতে পুরুষাঙ্গ দেখে অনেকেই ঠাট্টা-তামাশা করত৷ নিজেকে নিয়ে মশকরা শুনতে শুনতে এক সময় অভ্যাস হয়ে গিয়েছে তাঁর৷ এখন আর কোনও দুঃখও হয় না। তিনি নিজেকে বোঝান, হাতে পুরুষাঙ্গ থাকাটা একেবারেই স্বাভাবিক নয়। এমন দৃশ্য লোকে কল্পনাও করতে পারে না৷ তাই সাধারণ মানুষের কাছ থেকে এমন প্রতিক্রিয়া আসাটাই তো স্বাভাবিক। তবে ফের ঘোরে ভাগ্যের চাকা৷ আরও একবার অপারেশন টেবিলে ওঠেন ম্যাকলাম৷ 

চলতি বছরের গোরায় ফের ম্যাকলামের শরীরে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। ছয় বছর আগের যে কাজটি সফল হয়নি, সেটাই সফল করেন চিকিৎসকরা৷ হাত থেকে খুলে নিয়ে পুনরায় শ্রোণিদেশে ম্যাকলামের পুরুষাঙ্গটি বসিয়ে দেন চিকিৎসকরা। ন’ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারের পর যথাস্থানে পুরুষাঙ্গ ফিরে পান ম্যাকলাম।

চিকিৎসকরা তাঁর হাত থেকে স্নায়ু এবং রক্তনালিকাগুলি সংগ্রহ করে শ্রোণি অঞ্চলে প্রতিস্থাপন করেন৷ যাতে ম্যাকলামের পুরুষাঙ্গটি যথাযথভাবে ভাবে কাজ করতে পারে। জানা গিয়েছে, এখন স্বাভাবিক ভাবে প্রস্রাব করতে পারবেন ম্যাকলাম। শুধু তাই নয়, যৌন মিলনেও আর কোনও বাঁধা রইল না! এরই মাঝে চিকিৎসকদের সাহায্যে নিজের পুরুষাঙ্গটির দৈর্ঘ্যও বাড়িয়ে নিয়েছেন ম্যাকলম। ছ’ ইঞ্চির লম্বা পুরুষাঙ্গ পেয়ে বেজায় খুশি ম্যাকলাম।