নয়াদিল্লি: ‘তালিবানরা আসলে আফগানিস্তানের সমস্ত জনজীবন থেকে মহিলাদের মুছে ফেলতে চায়। তাঁদের স্কুলের বাইরে রাখা, কর্মক্ষেত্র থেকে দূরে রাখা, পরিবারের পুরুষ সদস্য ছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা, মুখ তথা সম্পূর্ণ শরীর ঢেকে রাখা তারই প্রমাণ। তালিবানি শাসনে আফগান মহিলারা মৃতদেহে পরিণত হয়েছে।’ তালিবান সরকারের জারি করা নয়া হিজাব নিয়ম প্রসঙ্গে এবার গর্জে উঠলেন নোবেল পুরস্কার বিজয়ী সমাজসেবিকা মালালা ইউসুফজাই।
এর সঙ্গেই মালালা আফগানিস্তানের লক্ষ লক্ষ নারী এবং মহিলাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য তালিবানদের জবাবদিহি করতে চাপ দেওয়ার জন্য বিশ্বনেতাদের সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, ‘তালিবানরা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে চলেছে প্রতিদিন। তাদের কারনে আজ আফগান মহিলারা শঙ্কিত এবং বিপন্ন। এরপরেও বহু মহিলা তাঁদের মানবাধিকার এবং মর্যাদার জন্য লড়াই করতে রাস্তায় নামছে। এক্ষেত্রে আমাদের সবার, বিশেষ করে মুসলিম দেশগুলোর আফগান মহিলাদের পাশে দাঁড়িয়ে তাঁদের সমর্থন করা একান্ত প্রয়োজন।’
উল্লেখ্য, দিন কয়েক আগেই তালিবান সরকার নতুন ফতোয়া জারি করে ঘোষণা করেছে, আফগান মহিলারা বাইরে বেরোনোর সময় শুধু হিজাব পড়লে হবে না, তাঁদের পড়তে হবে পা থেকে মাথা পর্যন্ত ঢাকা চাদরি। সম্প্রতি তালিবানদের এই নয়া নির্দেশিকা নিয়ে মুখ খুলেছেন জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেসও। সোমবারই তিনি আফগান মহিলাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিষয়টি মানবাধিকার পর্যটকদের খতিয়ে দেখার অনুরোধ করেন। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার পর্ষদের সমালোচনার মুখে পড়েছে তালিবানদের এই সিদ্ধান্ত। তাঁদের দাবি, ধাপে ধাপে তালিবানরা আফগান নারীদের মানবাধিকার খর্ব করছে। এর সঙ্গে জাতিসংঘ দাবি করেছে নারী এবং মহিলাসহ আফগানদের মানবাধিকারের প্রতি সম্মান ও সুরক্ষার বিষয়ে তালিবান সরকারের তরফ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছিল বাস্তবে তার বিপরীতেই পদক্ষেপ নিচ্ছে তালিবান সরকার।