করাচি: জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল নিয়ে এবার মুখ খুলেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই৷ কাশ্মীরের শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসঙ্ঘের শান্তিদূত মালালা৷ মালালার মন্তব্যে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক৷ ‘প্রতিবেশী’ বিতর্কেও খোঁচা দিতে ছাড়েননি তিনি৷
টুইটারে তিনি লিখেছেন, তাঁর শৈশব কেটেছে অশান্তির মধ্য দিয়ে৷ সাত দশক ধরে কাশ্মীরের হিংসার চলছে বলেও জানিয়েছেন তিনি৷ উপত্যকা ১৮ লক্ষ মানুষের মতো তিনি ঘরছাড়া৷ তিনি চান, সবাই যেন মাথা তুলে শান্তিপূর্ণ ভাবে বাঁচতে পারেন৷ ভারতের এই সিদ্ধান্ত কাশ্মীরের শিশুদের ভবিষ্যৎ গড়ে দেবে তো? পাল্টা প্রশ্ন তোলেন মালালা৷
পাকিস্তানকে কটাক্ষ করে দিল্লির এক সেনা অনুষ্ঠানে রাজনাথ সিংহ বলেছেন, ভগবান করুক, এমন প্রতিবেশী কারও যেন না হয়৷ আপনি বন্ধু পাল্টাতে পারেন৷ কিন্তু, প্রতিবেশী বাছার ক্ষমতা আপনার হাতে নেই৷ ভগবান করুক, এমন প্রতিবেশী যেন কারও না হয়৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহয়ের এই ‘প্রতিবেশী’ বিতর্কে মালালা বলেছেন, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভাল৷ সত্যি তো প্রতিবেশী বদলানোর ক্ষমতা কারোর নেই৷ ভারত গত সাত দশক ধরে তা হাড়ে হাড়ে বুঝতে পারছে৷ পাকিস্তানকেও বুঝতে হবে, শুধু জঙ্গি-সন্ত্রাসীদের মদত দিয়ে মাঝে মধ্যে অশান্তি তৈরি করে দেশীয় রাজনীতিতে ফায়দা হলেও আখেরে তাতে কোন দীর্ঘ মেয়াদি লাভ হয় না৷ ভারতের সঙ্গে বৈরিতা করলে পাকিস্তানের ক্ষতি ছাড়া লাভ হবে না৷ অর্থনেতিক দিক থেকে কার্যত দেউলিয়া হওয়ার দরজায় দাঁড়িয়ে পাকিস্তান৷ যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতে ভোট বৈতরণী পার হওয়া যায় কিন্তু অর্থনীতির সাগর কি করে পার হবেন ইমরান? ফুটো নৌকো নিয়ে৷ ইমরান খানকেও বুঝতে হবে, বন্ধু পাল্টানো যায়৷ প্রতিবেশী নয়৷