পরিবেশ নিয়ে আন্দোলন, গোল্ডম্যান পুরস্কার পেলেন মাইদা বিলাল

পরিবেশ নিয়ে আন্দোলন, গোল্ডম্যান পুরস্কার পেলেন মাইদা বিলাল

বসনিয়ান: পরিবেশ রক্ষার তাগিদে বসনিয়ানের ক্রুসিকা নদীতে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করে গোল্ডম্যান পরিবেশ পুরস্কার পেয়েছেন মাইদা বিলাল। নদীটি রক্ষা করতে গ্রামের মহিলাদের নিয়ে একটি দল গঠন করে টানা ৫০০ দিন ধরে ওই প্রকল্পের বিরোধিতা করে গিয়েছিলেন মাইদা। এর জন্য মাসুলও দিতে হয়েছে মারধর ও শারীরিক নিগ্রহের শিকার হয়ে। তবু তিনি পিছিয়ে না গিয়ে যুদ্ধ চালিয়ে গিয়েছেন।

তাঁর বিরোধিতায় শেষ পর্যন্ত সরকার পিছিয়ে যেতে বাধ্য হয় এবং ওই প্রকল্পের অনুমোদন বাতিল করে দেয়৷ ২০১৮ সালে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করে যুদ্ধ জেতার পর থেকেই ৪০ বছরের মাইদা বলকান দেশটিতে বিখ্যাত হয়ে গিয়েছেন৷ সম্প্রতি তাঁর কাজের স্বীকৃতি হিসেবে ইউরোপীয় অঞ্চলের সম্মানজনক গোল্ডম্যান পরিবেশ পুরস্কার জিতেছেন তিনি। ‘সবুজ নোবেল পুরস্কার’ হিসেবে পরিচিত এই স্বীকৃতি প্রতিবছর বিশ্বের ছ’টি মহাদেশের ছ’জন কর্মী পেয়ে থাকেন৷ মাইদা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমরা নদীটি রক্ষা করতে ৫০৩ দিন ধরে বিরোধিতা করে গিয়েছি৷ দিনরাত ২৪ ঘণ্টা এর জন্যই পড়ে থেকেছি। প্রয়োজন হলে আরও ৫ হাজার ৩০০ দিন নদীটি রক্ষা করতে লড়াই করে যাব।’ মাইদা আরও বলেন, ‘নদীটি রক্ষা করতে আন্দোলন করার জন্য আমি চাকরি ও বন্ধুবান্ধব হারিয়েছি৷ আমার মেয়ে স্কুলে নিপীড়নের শিকার হয়েছে। এটা কাজটি খুব সহজ ছিল না৷ তবে আমি সব সহ্য করেও আন্দোলন চালিয়ে গিয়েছি। আমার মেয়ে বড় হলে তাকে যেন মায়ের মতো সমস্যার মুখে না পড়তে হয়।’

২০১৭ সালের গরমকালে মাইদা ও অন্যান্য পরিবেশ রক্ষাকর্মী জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাধা দেন৷ প্রকল্পটি হলে তা পরিবেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে দাবি তুলে তাঁরা ভারী যন্ত্রপাতি সহ নির্মাণকর্মীদের কাঠের সেতু পার করতে বাধা দেন। তাঁদের আন্দোলন থামাতে পুলিশ আক্রমণ চালায় বলেও দাবি করেন মাইদা। শান্তিশৃঙ্খলা নষ্ট হচ্ছে অভিযোগ তুলে বলপূর্বক তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু সব সহ্য করেও তাঁরা যুদ্ধ জারি রাখায় দেড় বছর পর ওই প্রকল্প বন্ধ করে দিতে বাধ্য হয় সরকার। সেতুটির নামকরণ করা হয় মাইদার নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 7 =