লন্ডন: লকডাউন পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোমের পথই বেছে নিতে বাধ্য হয়েছে বিশ্ববাসী। দায়িত্ব বেড়েছে। একহাতেই ঘরে-বাইরে সামাল দিতে হচ্ছে। সংবাদসংস্থা বিবিসি-র একটি সাক্ষাৎকারে এমনই একটি দৃশ্য ধরা পড়েছে, যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। কোভিড ১৯ পরিস্থিতি সংক্রান্ত আলোচনায় অংশ নিয়েছিলেন ইংল্যান্ডের চিকিৎসক ডক্টর ক্লেয়ার ওয়েনহাম। ঘরে বসে লাইভ সাক্ষাৎকারে একইসঙ্গে নিজের তিন বছরের মেয়েকেও সামলাতে দেখা গেল তাঁকে। শুধু তা-ই নয়, অনুষ্ঠান চলাকালীন উপস্থাপকের নামও জানতে চেয়েছে ওই খুদে। সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য এই মুহূর্তে ভাইরাল।
ইংল্যান্ডের হেলথ পলিসি এক্সপার্ট ড. ক্লেয়ার ওয়ানহামের লাইভ সাক্ষাৎকার নিচ্ছিল সংবাদসংস্থা বিবিসি। করোনা ভাইরাস মহামারীর জেরে লকডাউন পরিস্থিতি নিয়েই আলোচনা চলছিল। তবে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সংক্রান্ত সেই সাক্ষাৎকারে ক্লেয়ার ওয়েনহাম একা উপস্থিতি ছিলেন না। সঙ্গে ছিল তাঁর তিন বছরের মেয়ে স্কারলেট। সাক্ষাৎকার চলাকালীন একরত্তি মেয়ের সঙ্গে কথাও বলতে হয়েছে মাঝেমধ্যে।
“Mummy what’s his name?”
Dr Clare Wenham, we understand your struggles of working from home and looking after children 😂https://t.co/vXb15EQatL pic.twitter.com/4f3PODtJWA
— BBC News (UK) (@BBCNews) July 1, 2020
Loading tweet…