নিউ ইয়র্ক: কলেজের ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে ‘ফুল হাউস’ অভিনেত্রী লরি লফলিন এবং তাঁর ফ্যাশন ডিজাইনার স্বামী মোসিমো জিয়ানুল্লিকে জেলে পাঠাল মার্কিন আদালত৷ লরি লফলিনকে ২ মাস এবং তাঁর স্বামী জিয়ানুল্লিকে ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে৷
আরও পড়ুন- ভারতের আক্রান্তদের শরীরে অ্যান্টিবডির সংখ্যা বেশি, দ্রুত প্লাজমা দাতা চেয়ে পাঠাল ব্রিটেন
মেয়েকে অসৎ উপায়ে কলেজে ভর্তি করার অপরাধে এদিন বোস্টনের মার্কিন জেলা বিচারপতি নাথানিয়েল গোর্টনের কাছে ক্ষমা চেয়ে নেন অভিনেত্রী৷ মেয়েকে সার্দান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ও কলেজে তাঁর আসন পাকা করতে তাঁরা জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন বলে গত মে মাসে তা স্বীকার করে নেন৷ এই সিদ্ধান্তটি ‘ভয়াবহ’ ছিল বলেও মেনে নেন তিনি৷ ছেলেমেয়েকে কলেজে ভর্তি করার জন্য অন্যান্য কিছু প্রভাবশালী অভিভাবকের সঙ্গে ক্যালিফোর্নিয়া কলেজের অ্যাডমিশন কনসালটেন্সের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ স্বীকার করে নেন লফলিন৷
কলেজে ভর্তির জন্য মেয়ের জাল তথ্য পেশ ও কলেজের এক কর্মীকে ৫ লক্ষ ডলার ঘুষ দেওয়ার অভিযোগে দাষী সাব্যস্ত হন লফলিন ও তাঁর স্বামী৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানির সময় এই মার্কিন অভিনেত্রী বলেন, ‘‘আমি সত্যিই গভীর ভাবে দুঃখিত৷ পরিস্থিতি মুখোমুখি হওয়া এবং ভুল সংশোধন করা দরকার ছিল৷’’ শুনানির সময় বিচারক লফলিন এবং তাঁর স্বামীকে যথাক্রমে ১,৫০,০০০ ডলার এবং ২,৫০,০০০ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ সেইসঙ্গে যথাক্রমে ১০০ ঘণ্টা এবং ২৫০ ঘণ্টা কমিউনিটি সার্ভিসের নির্দেশও দিয়েছেন তিনি৷ আগামী ১৯ নভেম্বর কারাগারে রিপোর্ট করতে বলা হয়েছে এই সেলেব দম্পতিকে৷ বিচারপতি বলেন, ‘‘আমরা শুধু এইটুকু আশা করতে পারি, বাকি জীবনটা আপনারা সুন্দরভাবে অতিবাহিত করবেন৷ কারণ আপনারা সিস্টেমের যে ক্ষতি করেছেন, তার সংশোধন করতে চান৷’’
আরও পড়ুন- চিন, রাশিয়ার পর করোনা ভ্যাকসিন নিয়ে সুখবর শোনাল আমেরিকা
এর আগে বিশ্ববিদ্যালয়ে মেয়ের ভর্তি কেলেঙ্কারির ঘটনায় মার্কিন অভিনেত্রী ফেলিসিটি হাফম্যানকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন সে দেশের আদালত। দুই বছর আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য স্যাট পরীক্ষায় মেয়ের ভুল উত্তরগুলো ঠিক করার জন্য ১৫ হাজার মার্কিন ডলার ঘুষ দিয়েছিলেন বলে আদালতের কাছে স্বীকার করেছিলেন হাফম্যান।