কী অবস্থা দেখুন, ৩৬ হাজার ফুট নিচেও হাজির প্ল্যাস্টিক!

ওয়াশিংটন: সম্প্রতি মাউন্ট এভারেস্টের রাস্তায় কয়েক টন বর্জ্য উদ্ধার করেছে নেপাল সরকার। যার মধ্যে ক্ষতিকারক প্ল্যাস্টিকের পরিমাণ সবচেয়ে বেশি। এবার একটি অনুসন্ধানকারী দল পৃথিবীর গভীরতম স্থানেও প্ল্যাস্টিকের অস্তিত্ব খুঁজে পেল। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যেটি পৃথিবীর গভীরতম অঞ্চল বলেই পরিচিত। যার গভীরতা ৩৬,০৭০ ফুট, অর্থাৎ এখানে আস্ত এভারেস্ট পর্বত ডুবে যেতে পারে। মারিয়ানা ট্রেঞ্চের গভীরে

183aced47113637559700ad7cc0a71e7

কী অবস্থা দেখুন, ৩৬ হাজার ফুট নিচেও হাজির প্ল্যাস্টিক!

ওয়াশিংটন: সম্প্রতি মাউন্ট এভারেস্টের রাস্তায় কয়েক টন বর্জ্য উদ্ধার করেছে নেপাল সরকার। যার মধ্যে ক্ষতিকারক প্ল্যাস্টিকের পরিমাণ সবচেয়ে বেশি। এবার একটি অনুসন্ধানকারী দল পৃথিবীর গভীরতম স্থানেও প্ল্যাস্টিকের অস্তিত্ব খুঁজে পেল। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যেটি পৃথিবীর গভীরতম অঞ্চল বলেই পরিচিত। যার গভীরতা ৩৬,০৭০ ফুট, অর্থাৎ এখানে আস্ত এভারেস্ট পর্বত ডুবে যেতে পারে।

মারিয়ানা ট্রেঞ্চের গভীরে সেভাবে পৌঁছোতে পারেনি মানুষ। ফলে বিভিন্ন অনুসন্ধানকারী দল ক্রমাগত এর গভীরতম বিন্দুতে পৌঁছে যাওয়ার চেষ্টা করে চলেছে। সম্প্রতি ভিক্টর ভেসকোভো নামে এক বিজ্ঞানী নিজের সাবমেরিনে মারিয়ানা ট্রেঞ্চের ৩৫,৮৫৩ ফুট নিচে যেতে সক্ষম হয়েছিলেন। তিনি সেখানে ঘুরে বেড়ানো নানা ধরনের অজানা জীব বৈচিত্র্যের ভিডিও ও ছবি তুলে নিয়ে আসেন।

পরে সেই ছবিগুলি পরীক্ষা করতে গিয়ে চোখ কপালে ওঠে ওই বিজ্ঞানীর। সমুদ্রের অত গভীরেও ভেসে বাড়াচ্ছে মারাত্মক বর্জ্য প্ল্যাস্টিক! ভিক্টর ভেসকোভোর কথায়, ‘পৃথিবীর গভীরতম বিন্দুতে পৌঁছে আনন্দ হওয়ার থেকে দু:খই পেলাম বেশি। সমুদ্রের গভীরতম এলাকাতেও প্ল্যাস্টিকের মতো দূষণ ছড়িছে পরেছে, যা অত্যন্ত হতাশাজনক।’ রাষ্ট্রসংঘের এক সমীক্ষায় উঠে এসেছে ভয়াবহ তথ্য, সমুদ্রের জলে প্রায় ১০ কোটি টন প্ল্যাস্টিক বর্জ্য জমা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *