দাঁতের কারণে গিনেস বুক অফ রেকর্ডসে নাম উঠল কিশোরের!

দাঁতের কারণে গিনেস বুক অফ রেকর্ডসে নাম উঠল কিশোরের!

 
কানাডা: গিনেস বুকে নাম তুলতে কত কিছুই না করতে হয়৷ কত প্রতিভা থাকলে তবেই সম্ভব৷ কিন্তু কোনও কসরত বা প্রতিভা নয়, শুধুমাত্র দাঁতের জন্যই গিনেস বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলল কানাডার এক কিশোর৷ পিটারবুর্গের লিউক বলটন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে নিয়ে এখন তার দুধের দাঁতকে ধন্যবাদ জানাচ্ছে।

কেন তার দাঁত গিনেস বুকে রেকর্ড গড়ল? আর পাঁচটা কিশোরের দুধের দাঁত একসময় পড়ে যায়, তার দাঁতটি তুলতে হয়েছিল। বয়স অনুযায়ী দুধের দাঁত সকলেরই ছোট হয়। কিন্তু লিউকের দাঁতের আকার ছিল অন্যান্যদের দাঁতের থেকে অনেক বড়। যার মাপ ২.৬। আর সেই দাঁতের জন্যই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠেছে।

তার এই দাঁতটি তোলেন চিকিৎসক ক্রিস ম্যাক আর্থার। লিউকের যখন আট বছর বয়স, তখন দাঁতটি তোলা হয়। দাঁত তোলার পরই তার সাইজ দেখে লিউকের দিদির মনে হয়েছিল এটি ওয়ার্ল্ড রেকর্ড করতে পারে। এই পুরো বিষয়টা সম্পন্ন হতে সময় লাগে ১২ সপ্তাহের বেশি৷ ভিডিওয় প্রমাণ দিতে হয় এবং ছোট একটি বায়োগ্রাফিও দিতে হয়েছে। পরে সেখান থেকে রেকর্ডের বিষয়টি জানানো হয়।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, লিউক প্রথমে দাঁতটি রেখে দিয়েছিল সবাইকে দেখাবে বলে। তার বাবা ক্রেগ বলটন জানান, দাঁতটি দেখেই প্রথমে মনে হয়েছিল এত বড় মাপের দাঁত কারও মুখের ভিতর থাকতে পারে? আসলে লিউকের ওই দাঁতটা পরে ওঠা একটা দাঁতের পিছনে থেকে গিয়েছিল। তাই তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। রেকর্ড করার পর থেকে লিউক খুবই জনপ্রিয় হয়ে উঠেছে নিজের স্কুলে। স্কুল কর্তৃপক্ষের তরফে বিষয়টি সকলের সামনে ঘোষণা করা হয়। সে জানিয়েছে, এবার নতুন কোনও রেকর্ডের জন্য চেষ্টা করবে। প্রসঙ্গত, এর আগে এই রেকর্ড ছিল কলম্বাসের কার্টিস ব্যাডি নামে এক শিশুর। ২০১৯ সালে ২.৪ সেন্টিমিটার লম্বা দুধের দাঁতে রেকর্ড করেছিল সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =