লাইভ সম্প্রচারের সময়ই দর্শককে সপাটে চড় সাংবাদিকের, ভাইরাল ভিডিও

লাইভ সম্প্রচারের সময়ই দর্শককে সপাটে চড় সাংবাদিকের, ভাইরাল ভিডিও

ইসলামাবাদ: খুশির ঈদের উৎসবমুখর আবহাওয়া দর্শকের সামনে তুলে ধরতেই চলছিল লাইভ সম্প্রচার। ক্যামেরার সামনে বুম হাতে আমজনতার উৎসবে মাতোয়ারা  ছবি তুলে ধরছিলেন সাংবাদিক। কিন্তু হঠাৎই তাল কাটে এক কিশোর যখন ক্যামেরার সামনে হাত নেড়ে তার বন্ধুবান্ধবদের ডাকতে শুরু করে। এইভাবে হঠাৎ করেই ওই কিশোরের ক্যামেরার সামনে চলে আসায় থমকে যায় লাইভ অনুষ্ঠান। আর তাতেই মেজাজ হারান সাংবাদিক। আর তারপরেই অন ক্যামেরা ওই কিশোরকে সপাটে এক থাপ্পর ওই মহিলা সাংবাদিকের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এই মহিলা সাংবাদিকের ক্যামেরার সামনে এমন অদ্ভুত আচরণের ঘটনা। সোমবার রাতেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় এবং এখনও পর্যন্ত সেটি চার লক্ষ বার দেখা হয়েছে বলে খবর।

ঘটনাটি প্রতিবেশী দেশ পাকিস্তানের। সোমবার ঈদ উপলক্ষে স্থানীয় এক সাংবাদিক যখন লোকালয়ে গিয়ে লাইভ খবর সম্প্রচার করছিলেন তখনই এই ঘটনাটি ঘটে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে সাদা রংয়ের পোশাক পরিহিত এক কিশোর ওই মহিলা যখন খবর পেশ করছিলেন তখন হঠাৎই ক্যামেরার সামনে এসে হাত নাড়িয়ে তার বন্ধু-বান্ধবদের ডাকতে শুরু করে। আর তাতেই প্রচন্ড অসন্তুষ্ট হন ওই মহিলা সাংবাদিক এবং পরিশেষে তিনি রেগে গিয়ে ওই কিশোরকে চড় মারেন। তবে ঠিক কি কারণে ওই মহিলার সাংবাদিক এই ধরণের আচরণ করেছেন তা এখনও স্পষ্ট নয়। আর মূলত সেই কারণেই টুইটারে কার্যত দ্বিধাবিভক্ত নেটপাড়া।

সোমবার রাতে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজনদের একাংশ ওই মহিলার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। নেটপাড়ার একাংশের দাবি, ‘কোন অধিকারে ওই মহিলা সাংবাদিক এভাবে ক্যামেরার সামনে কিশোরের গায়ে হাত তুলেছেন। পুরো ঘটনাটি অত্যন্ত বিরক্তিকর।’ অন্যদিকে নেটিজনদের আরেক অংশের দাবি, ‘ক্যামেরার সামনে হয়তো পুরো ঘটনাটি ঠিকভাবে বোঝা যাচ্ছে না। ওই কিশোর নিশ্চই এমন কোন বাজে ব্যবহার করেছে যে কারণে মাথার ঠিক রাখতে পারেননি ওই মহিলা সাংবাদিক।’

তবে পরিশেষে  মাইরা হাসমি নামে ওই স্থানীয় সাংবাদিক নিজেই মাঠে নেমে গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানিয়েছেন। তাঁর কথায়, তিনি যখন ক্যামেরার সামনে লাইভ সম্প্রচার করছিলেন তখন হঠাৎই ওই কিশোর ক্যামেরার সামনে চলে আসে এবং সকলের সামনেই তার পরিবারের অপর এক সদস্যকে কটুক্তি  করতে শুরু করে। এতেই ওই মহিলা সাংবাদিকের ধৈর্যের বাঁধ ভাঙ্গে এবং তিনি ওই কিশোরকে শিক্ষা দিতে তাঁকে সপটে এক থাপ্পড় মারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − fourteen =