‘হামাস’কে বন্ধু পাতিয়েছে লেবাননের জঙ্গিগোষ্ঠী! চাপ বাড়ল ইজরায়েলের

‘হামাস’কে বন্ধু পাতিয়েছে লেবাননের জঙ্গিগোষ্ঠী! চাপ বাড়ল ইজরায়েলের

lebanon

গাজা: ইজরায়েলের ওপর হামলা করেছে প্যালেস্টাইনি জঙ্গিগোষ্ঠী হামাস৷ বিগত কয়েক দিন ধরে যুদ্ধ পরিস্থিতি জারি আছে কারণ পাল্টা দিয়েছে ইজরায়েলও। হুঙ্কার দেওয়া হয়েছে যে তারা হামাস বাহিনীকে নিশ্চিহ্ন করে ছাড়বে। হুমকি এসেছে প্রথম হামলাকারী পক্ষ থেকেও। তারা দাবি করেছে, ইজরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেবে। কিন্তু হামাস জঙ্গি গোষ্ঠী এতটা শক্তিশালী হয়ে উঠল কী ভাবে? এর পিছনে কি অন্য কারোর মদত আছে? আন্তর্জাতিক মহল থেকে যে খবর মিলছে তা হল, লেবাননের জঙ্গি গোষ্ঠী তাদের সমর্থন করে ‘পাশে দাঁড়িয়েছে’। 

হামাসের হাতে আমেরিকার বহু নাগরিকের মৃত্যু হয়েছে, এমনটা দাবি করে ইজরায়েলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা ছাড়াও বিশ্বের আরও একাধিক দেশ ইজরায়েলকে সমর্থন করছে। এই আবহে লেবাননের জঙ্গি গোষ্ঠী ‘হিজবুল্লা’ বড় বার্তা দিয়েছে। একটি বিবৃতি জারি করে লেবাননের ওই জঙ্গিগোষ্ঠী বলেছে, প্যালেস্টাইনকে ইউক্রেন ভাবলে ভুল করবে অন্যরা। বাইরের কেউ যদি ইজরায়েল-হামাস সংঘাতে ঢোকার চেষ্টা করে তাহলে তারা ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই যা খবর, লেবাননের ভূখণ্ড থেকে এক ডজনেরও বেশি রকেট উৎক্ষেপণ করা হয়েছে ইজরায়েলকে লক্ষ্য করে। শুধু তাই নয়, ইজরায়েলের উত্তর সীমান্তে ইতিমধ্যেই সে দেশের বাহিনীর সঙ্গে হিজবুল্লা গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়েছে।

লেবাননের এই জঙ্গি গোষ্ঠী ইরানের মদতপুষ্ট, শিয়া মুসলিমদের দল। ১৯৮০-র দশকে লেবাননের গৃহযুদ্ধের মধ্যেই হেজ়বুল্লা গোষ্ঠী তৈরি হয়েছিল। তারপর থেকে একাধিকবার তাদের নিয়ে চর্চা হয়েছে। তারা মূলত ইজরায়েল বিরোধী। এর আগে বিদেশে ইজরায়েলিদের ওপর একাধিক হামলার জন্য তাদেরই দায়ি করা হয়েছে বারংবার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 13 =