কুয়ালালামপুর: প্রাকৃতিক রোষের মুখে মালয়েশিয়ার কুয়ালালামপুর। ভূমি ধসে সেখানে মৃত্যু হল একাধিক এবং আহতের সংখ্যাও অনেক। জানা গিয়েছে, মাটির নীচে চাপা পড়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ২০ জনেরও বেশি। মৃতদের তালিকায় রয়েছে এক শিশুও, যার বয়স ৪ কী ৫ বছর হবে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে কারণ অনেকেই মাটির নীচে চাপা পড়ে আছেন। ঘটনায় শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার পরিবেশমন্ত্রী।
আরও পড়ুন- সুপ্রিম কোর্টে গিয়েও লাভ হল না! আরও চাপে পিএনবি কেলেঙ্কারির পাণ্ডা
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কুয়ালালামপুরের বাইরে সিলঙ্গর প্রদেশে ভোররাত ৩ টে নাগাদ একটি ফার্ম হাউসের কাছে ভূমিধস নামে। ধসের তীব্রতার কারণে গোটা ফার্ম হাউসটি সম্পূর্ণভাবে মাটির নীচে চলে গিয়েছে। প্রায় ৩০ মিটার উচ্চতা থেকে এই ভূমি ধস হয়েছে বলে খবর। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করে দিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয়রাও। তাঁদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে দমকলও। তবে আশার কথা হল, প্রাথমিকভাবে চাপা পড়া ৯০ জনের মধ্যে এখনও পর্যন্ত ৫৯ জনকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে।
দেশের পরিবেশ মন্ত্রক সূত্রে খবর, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ছাড়াও বিভিন্ন সংস্থার তরফে প্রায় ৪০০ জন কর্মী উদ্ধারকাজে নেমেছে। তারা আশা করছেন যে দ্রুত এই উদ্ধারকাজ শেষ হবে এবং যারা এখনও চাপা পড়ে আছেন তাদের জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে। তবে যত সময় এগোচ্ছে তত চিন্তা বাড়ছে সকলের।