পাক মিসাইলের টার্গেটে এবার কলকাতা, সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

করাচি: মোদি সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগে ভারত-পাক সীমান্ত উত্তেজনা আরও খানিকটা বাড়িয়ে দিল ইমরাল প্রশাসন৷ মোদির জয়ে শুভেচ্ছে পাঠানোর ২৪ ঘণ্টার ব্যবধানে ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র ‘শাহিন ২’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপ করল পাক সরকার৷ ১৫০০ কিলোমিটার পাল্লার এই মিসাইল কলকাতা সহ দেশের সব বড় শহরেই হামলা চালাতে পারবে বলে দাবি ইমরান প্রশাসনের৷

পাক মিসাইলের টার্গেটে এবার কলকাতা, সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

করাচি: মোদি সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগে ভারত-পাক সীমান্ত উত্তেজনা আরও খানিকটা বাড়িয়ে দিল ইমরাল প্রশাসন৷ মোদির জয়ে শুভেচ্ছে পাঠানোর ২৪ ঘণ্টার ব্যবধানে ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র ‘শাহিন ২’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপ করল পাক সরকার৷ ১৫০০ কিলোমিটার পাল্লার এই মিসাইল কলকাতা সহ দেশের সব বড় শহরেই হামলা চালাতে পারবে বলে দাবি ইমরান প্রশাসনের৷

ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের পর পাক প্রশাসনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই শাহিন ২ ক্ষেপণাস্ত্রটি সাধারণ ওয়ারহেড তো বটেই নিউক্লিয়ার ওয়ারহেড বহনেও সক্ষম৷ ভারতীয় উপমহাদেশ অঞ্চলে স্থিতাবস্থা বজায় রাখাই তাদের লক্ষ্য বলেও দাবি করা হয়েছে৷ পরীক্ষা সম্পর্কে জানানো হয়েছে, আরবসাগরের বুকে এটি লক্ষ্যে গিয়ে আঘাত করেছে৷ পরীক্ষাটি পর্যবেক্ষণের জন্য পরীক্ষাস্থলে উপস্থিত ছিলেন সেদেশের স্ট্র্যাটেজিক প্ল্যান ডিভিশনের ডিরেক্টর জেনারেল, আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড-সহ বেশ কিছু পদস্থ আধিকারিক, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 6 =