‘ওকে চিনতে হলে আগে মাকে চিনতে হবে,’ টুইটারে লিখলেন কমলা হ্যারিসের বোন

ওয়াশিংটন: আমেরিকার নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির তুরুপের তাস প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা কমলা হ্যারিস। যদি ডেমোক্র্যাটিক পার্টি ক্ষমতায় আসে তবে তিনি হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। আমেরিকায় এই প্রথম কোনও রাজনৈতিক দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কোনও মহিলা। ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বিডেনের এই ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া উঠেছে মার্কিন রাজনীতিতে। এরপরেই এক আবেগঘন টুইট করেন কমলার বোন মায়া হ্যারিস।

ওয়াশিংটন: আমেরিকার নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির তুরুপের তাস প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা কমলা হ্যারিস। যদি ডেমোক্র্যাটিক পার্টি ক্ষমতায় আসে তবে তিনি হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। আমেরিকায় এই প্রথম কোনও রাজনৈতিক দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কোনও মহিলা। ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বিডেনের এই ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া উঠেছে মার্কিন রাজনীতিতে। এরপরেই এক আবেগঘন টুইট করেন কমলার বোন মায়া হ্যারিস।

মায়া সোশ্যাল সাইটে প্রয়াত মা সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, ‘আমাদের মাকে যদি আপনারা না জানেন তবে কমলা হ্যারিস কে, তাও জানতে পারবেন না। আজ মায়ের অভাবে খুব অনুভব করছি। তবে মা এবং আমাদের পূর্বপুরুষরা যে আজ খুশি তা বেশ বুঝতে পারছি।’ জানা যায়, কমলা হ্যারিসের বাবা ডোনাল্ড হ্যারিস জামাইকায় জন্মগ্রহণ করেন। আর কমলার মা শ্যামলা গোপালন হ্যারিসের জন্ম তামিলনাড়ুর চেন্নাইয়ে। 

null

জো বাইডেন কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে যে মাস্ট্রাস্ট্রোক মেরেছেন, তা আর বলার অপেক্ষা থাকে না। কিছুদিন আগে জর্জ ফ্লয়েডের ঘটনায় মার্কিন পুলিশের বিরুদ্ধে সরব হয়েছিলেন কমলা হ্যারিস। সেই কারণেই কমলাকে তুরুপের তাস বানিয়ে ডেমোক্র্যাটিক পার্টি কৃষ্ণাঙ্গ ভোট নিজের দিকে টানার চেষ্টা করছেন। এমনটাই মত বিশেষজ্ঞদের। এর আগে কমলা ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। যদি হোটাইট হাউস ডেমোক্র্যাটিক পার্টের দখলে আসে তবে আমেরিকার ইতিহাসে প্রথম কোনও কৃষ্ণাঙ্গ মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *