মার্কিন নির্বাচনে ট্রাম্পের ঘুম ছুটিয়ে টেক্কা দিচ্ছেন ভারতীয় কমলা

করোনা আবহের মধ্যেই নির্বাচনের দামামা বেজেছে মার্কিন মুলুকে। কোন দলের প্রতিনিধি মসনদে বসবে তা নিয়ে ইতিমধ্যেই চাপানফতোর শুরু হয়েছে। আর এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন তাঁর রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদের ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন তিনি প্রেসিডেন্ট হলে ভাইস প্রেসিডেন্ট হবেন ভারতীয় বংশোদ্ভুত কৃষ্ণাঙ্গ সেনেটর কমলা হ্যারিস।

 

ওয়াশিংটন: করোনা আবহের মধ্যেই নির্বাচনের দামামা বেজেছে মার্কিন মুলুকে। কোন দলের প্রতিনিধি মসনদে বসবে তা নিয়ে ইতিমধ্যেই চাপানফতোর শুরু হয়েছে। আর এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন তাঁর রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদের ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন তিনি প্রেসিডেন্ট হলে ভাইস প্রেসিডেন্ট হবেন ভারতীয় বংশোদ্ভুত কৃষ্ণাঙ্গ সেনেটর কমলা হ্যারিস।

জো বাইডেন কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে যে মাস্ট্রাস্ট্রোক মেরেছেন, তা আর বলার অপেক্ষা থাকে না। কিছুদিন আগে জর্জ ফ্লয়েডের ঘটনায় মার্কিন পুলিশের বিরুদ্ধে সরব হয়েছিলেন কমলা হ্যারিস। সেই কারণেই কমলাকে তুরুপের তাস বানিয়ে ডেমোক্র্যাটিক পার্টি কৃষ্ণাঙ্গ ভোট নিজের দিকে টানার চেষ্টা করছেন। এমনটাই মত বিশেষজ্ঞদের। এর আগে কমলা ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। যদি হোটাইট হাউস ডেমোক্র্যাটিক পার্টের দখলে আসে তবে আমেরিকার ইতিহাসে প্রথম কোনও কৃষ্ণাঙ্গ মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

আরও পড়ুন: বিজ্ঞানী থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রাশিয়ার করোনা ভ্যাকসিন নিয়ে প্রশ্ন এখন সব মহলে

এদিকে এই ঘোষণার পরই কমলাকে তীব্র ভাষায় আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় বংশোদ্ভূত কমলাকে সবচেয়ে ভয়ংকর মার্কিন সেনেটর বলেন তিনি। ট্রাম্প এও বলেন, মার্কিন সেনেটে কমলা হলেন সবচেয়ে নীচ ও সবচেয়ে অশ্রদ্ধার মানুষ। এমনকী কমলা সবচেয়ে ভয়ঙ্কর বলেও মন্তব্য করেন ট্রাম্প।

বলেন, জো বিডেন কমলাকে বেছে নেওয়ায় তিনি অবাক হয়ে গিয়েছেন। কারণ কমলা নাকি এতটাই খারাপ কাজ করেছেন যে তাঁর এভাবে উঠে আসা খুব আশ্চর্যজনক। কমলার বিরুদ্ধে একটি অভিযোগও আনেন ট্রাম্প। ২০১৮ সালে সুপ্রিম কোর্টে সেনেট কনফরমেশন হিয়ারিংয়ের সময় ব্রেট কাভানাগের বিরুদ্ধে যৌন অশালীনতার অভিযোগের হয়ে সওয়াল করেছিলেন কমলা। সেই ইস্যুটিকে এদিন তুলে আনেন তিনি। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *