পাইরেসির অপরাধে গুলিতে হত্যার শাস্তি কিমের

পাইরেসির অপরাধে গুলিতে হত্যার শাস্তি কিমের

উত্তর কোরিয়া: ‘হীরক রাজার দেশে’ সিনেমাটির কথা মনে আছে নিশ্চয়ই! সিনেমা নয়, বাস্তবেই যেন এ এক হীরক রাজার দেশ! সিনেমা বা ওয়েব সিরিজের পাইরেসির অপরাধে গুলি করে মারা এবং এক স্কুল ছাত্রকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তিও দেওয়া হয়েছে। 

নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’-এর বেআইনি কপি বিক্রি করার অপরাধে এক ব্যক্তিকে গুলি করে মারার সাজা দিয়েছেন উত্তর কোরিয়ার রাজা কিম জং উন৷ ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে গুলি করে মারা হবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, যাঁরা কিনেছেন, তাঁরাও বাদ যাবেন না সাজার বহর থেকে। মৃত্যুদণ্ড না হলেও, কঠোর কোনও শাস্তি তো বটেই৷ ক্রেতা পড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। এখানেইশেষ নয়, এই ওয়েব সিরিজের পাইরেসি ভার্সন যে ছয় জন দেখেছেন, তাঁদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে৷ 

মার্কিন গণমাধ্যম সূত্রে খবর, ওই ব্যবসায়ী চিন থেকে ওই কপি আমদানি করে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে ভরে বাজারে বিক্রি করতে শুরু করেছিলেন। হাইস্কুলের এক ছাত্র সেটি কিনে স্কুলে নিয়ে গিয়ে ক্লাসের অন্যান্য পড়ুয়াদের সঙ্গে দেখে। এই খবর আরও ছাত্রদের মধ্যে জানাজানি হয়ে যেতেই প্রশাসনের নজরে পড়ে ঘটনাটি। তারপরই ওই ব্যবসায়ী ও ছাত্রকে ধরে ফেলে প্রশাসন। ইতিমধ্যে গোটা উত্তর কোরিয়ায় তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে আর কেউ এই ধরনের ভার্সন কিনেছেন কিনা৷ গোটা উত্তর কোরিয়া এই ঘটনায় তটস্থ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 1 =