জনসমক্ষে এলেন ‘মৃত’ কিম জং! উদ্বোধন করলেন কারখানার: রিপোর্ট

জনসমক্ষে এলেন ‘মৃত’ কিম জং! উদ্বোধন করলেন কারখানার: রিপোর্ট

পিয়ংইয়ং: অসুস্থতা থেকে মৃত্যুর গুজব উড়িয়ে তিন সপ্তাহ পর জনসমক্ষে এলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন৷ শুধু জনসমক্ষে এলেন এলেনই নয়, উদ্বোধন করলেন কারখানা৷ এমনই দাবি করেছে সংবাদসংস্থা কেসিএনএ৷

উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবার পিয়ংইয়ংয়ের সুনচংয়ে একটি কারখানার উদ্বোধন করেছেন তিনি৷ অনুষ্ঠানে কিমের উপস্থিতি নজরে আসছেই তুমুল উৎসাহে হাততালি দিতে থাকেন শ্রমিকরা৷ করেন কারখানার উৎপাদন৷ গভীর আবেগের সঙ্গে কিম জানান, এই কারখানার দেখে তিনি সন্তুষ্ট৷ ওই কারখানার উদ্বোধনে হাজির ছিলেন উত্তর কোরিয়া প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা৷ ছিলেন কিমের বোন কিম ইয়ো জংও৷ কিমের অবর্তমানে তাঁর উপর দেশের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে আগেই জল্পনা শুরু হয়েছিল৷

গত ১৫ এপ্রিলের পর থেকে কিমের নিখোঁজ হওয়ার ঘটনা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে৷ মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে৷ কিমের শারীরিক অবস্থা নিয়েও শুরু হয় জল্পনা৷ কিন্তু, সেই সব জল্পনা উড়িয়ে দক্ষিণ কোরিয়ার শাসক কিম জং উন ধরা দিলেন বহাল তবিয়তেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 1 =