ওয়াশিংটন: ফের রাষ্ট্রসংঘে মুখ পোড়াল পাকিস্তাল৷ কাশ্মীর ভারতের অঙ্গ৷ রাষ্ট্রসংঘে কবুল করলেন পাক বিদেশমন্ত্রী৷ ৭২ বছর পর পাকিস্তানের কাশ্মীর স্বীকারোক্তি৷ জেনিভায় রাষ্ট্রসংঘের অনুষ্ঠানে কাশ্মীরকে ভারতের অঙ্গ বলে মন্তব্য করেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি৷ মেহমুদ কুরেশিরের এই মন্তব্য ঘিরে ফের তুঙ্গে ভারত-পাক উত্তেজনা৷
আজ রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে কাশ্মীর ইস্যু তুলে ধরার চেষ্টা করে পাকিস্তান৷ রাষ্ট্রসংঘের পাক বিদেশমন্ত্রী ঘোষণা করেন, কাশ্মীরে যা চলছে তা গোটা বিশ্বকে দেখা উচিত৷ কারণ সেখানে সংবাদমাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ কাশ্মীর এখন গোটা পৃথিবীর বৃহত্তম কারাগারে পরিণত হয়েছে৷ কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনকে হস্তক্ষেপ করারও দাবি জানান তিনি৷
এমনকী, মানবাধিকারকর্মীদের কাশ্মীর যাওয়ার বিষয়ে সুপারিশ করেন পাক বিদেশমন্ত্রী৷ রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে ভারতকে আক্রমণ করার পর নিজের অবস্থান থেকে কার্যত ১৮০ ডিগ্রি ডিগবাজি খান পাক বিদেশমন্ত্রী৷ অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কাশ্মীর ভারতের অংশ হিসেবে মেনে নেন পাক বিদেশ৷
অন্যদিকে, আজ রাষ্ট্রসংঘে পাক রাহুল গান্ধী, ওমর আব্দুল্লাহ মন্তব্যকে হাতিয়ার করে কাশ্মীর পরিস্থিতি তুলে ধরার চেষ্টা পাকিস্তানের৷ আজ রাষ্ট্রসংঘে শান্তি বৈঠকে রাহুল গান্ধী থেকে শুরু করে সমস্ত বিরোধীদের মন্তব্যকে হাতিয়ার করে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করে পাকিস্তান৷ তবে কাশ্মীর নিয়ে পাকিস্তানের এই দাবি ধোপে টেকেনি৷
#WATCH: Pakistan Foreign Minister Shah Mehmood Qureshi mentions Kashmir as “Indian State of Jammu and Kashmir” in Geneva pic.twitter.com/kCc3VDzVuN
— ANI (@ANI) September 10, 2019
A leaked document, reportedly the Pakistani dossier to be presented by them at United Nations Human Rights Council (UNHRC) today, circulating in Pak media circles. The opening page of the document shows quotes by Congress leader Rahul Gandhi & National Conference’s Omar Abdullah. pic.twitter.com/4JoFClPil6
— ANI (@ANI) September 10, 2019
অন্যদিকে, অন্যদিকে পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে এবার ভারতের রাজনৈতিক আশ্রয় চাইলেন ইমরান খানের দলের এক বিধায়ক৷ ভারত ওই পাক বিধায়কের দাবি মেনে নিতে পারে বলে খবর৷
কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাফ জানিয়ে দিয়েছিলেন, কাশ্মীর ভারতের অংশ৷ এটা পাকিস্তানকে বোঝানোর কিছু নেই৷ পাকিস্তানকে এটা বুঝতে হবে, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ৷ কাশ্মীর ইস্যুতে আমরা আলোচনা চাই৷ কিন্তু সেটা অবশ্যই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে৷ এটাই একমাত্র আলোচনা হতে পারে পাকিস্তানের সঙ্গে৷ ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোন আলোচনা আর প্রশ্নই ওঠে না বলে আগেই পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন রাজনাথ সিং৷