ড্যামোক্রাট প্রার্থী তিনিই, ‘আমি সম্মানিত’, ভোটে পেয়ে বললেন কমলা হ্যারিস

ওয়াশিংটন: প্রেসিডেন্ট পদের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন জো বাইডেন৷ এর পরেই ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসাবে উঠে আসে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম৷ তবে আনুষ্ঠানিক…

kamala Haris1

ওয়াশিংটন: প্রেসিডেন্ট পদের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন জো বাইডেন৷ এর পরেই ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসাবে উঠে আসে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম৷ তবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা বাকি ছিল৷ কারণ এর জন্য দলীয় প্রতিনিধিদের অনুমোদন প্রয়োজন হয়। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার গভীর রাতে অনলাইনে নির্বাচন শুরু হয়। ভোটদান শেষ হওয়ার অনেক আগেই প্রয়োজনীয় সমর্থন পেয়ে যান ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী কমলা হ্যারিস। ফলে আমেরিকার প্রেসিডেন্ট ভোটে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কমলা হ্যারিসের নাম এখন নিশ্চিত হয়ে গেল। জয় নিশ্চিত হওয়ার পর কমলা নিজের এক্স হ্যান্ডলে লেখেন “আমি সম্মানিত।” তাঁর কথায়, “ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।”