‘ট্রাম্প জমানা আর ফিরবে না’! দলীয় মনোনয়ন পেয়ে কমলা দিলেন ‘সব কা সাথ’-এর বার্তা

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই ডেমোক্র্যাটদের প্রার্থী৷ অনেক দিন আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল তাঁর নাম। এবার তাঁর নামে সরকারি সিলমোহর পড়ল। দলীয় মনোনয়ন পেলেন কমলা…

kamala Haris1

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই ডেমোক্র্যাটদের প্রার্থী৷ অনেক দিন আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল তাঁর নাম। এবার তাঁর নামে সরকারি সিলমোহর পড়ল। দলীয় মনোনয়ন পেলেন কমলা হ্যারিস৷

 

বুধবার ছিল শিকাগোয় ডেমোক্র্যাটিক পার্টির চার দিনের জাতীয় কনভেনশনের শেষ দিন৷ আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনীত হওয়ার পর কমলা বলেন, আমেরিকায় আর ডোনাল্ড ট্রাম্পের জমানা ফিরবে না৷ এমনই দাবি তাঁর। দলীয় মনোনয়ন গ্রহণের পর তিনি আরও বলেন, ‘‘আমি সব আমেরিকাবাসীর প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’’

আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট তথা ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিসের এই কথার সঙ্গে অনেকেই নরেন্দ্র মোদীর মিল খুঁজে পাচ্ছেন৷ এক দশক আগে লোকসভা ভোটে ‘সব কা সাথ, সব কা বিকাশ’ স্লোগান দিয়েছিলেন মোদী৷ কমলা বললেন সব আমেরিকানের প্রেসিডেন্ট হয়ে ওঠার কথা৷ অতীতের সব তিক্ততা, সমালোচনা ও বিভাজনমূলক লড়াইকে পেছনে ফেলে আমেরিকার নাগরিকদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। শিকাগোর সভায় কমলা বলেন, ‘‘আমাদের একসঙ্গে কাজ করতে হবে। চলো আমরা কাজ করি।’’