কাবুল: দেশের নিরাপত্তা নিয়ে ‘উল্টো’ পথে হাঁটল তালিবান! তালিবান-কবলিত আফগানিস্তানের রাজধানী কাবুলের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হল জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের হাতে।
দীর্ঘদিন ধরে তালিবানের অন্যতম সহযোগী হিসেবে কাজ করে আসছে হাক্কানি। আন্তর্জাতিক এই জঙ্গি সংগঠন আল-কায়দা ঘনিষ্ঠ বলেও পরিচিত। তালিবান ও আল-কায়দার জন্য অর্থ সংগ্রহ করত হাক্কানি নেটওয়ার্ক। সূত্রের খবর, তালিবানের হয়ে অর্থ সংগ্রহের দায়িত্বে ছিলেন খলিলুর রহমান হাক্কানি। ২০১১ সালে এই হাক্কানি শীর্ষনেতাকে মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত করে আমেরিকা। তাঁর সঙ্গেই ঘনিষ্ঠ যোগ রয়েছে আল-কায়দার। মুখে শান্তির কথা বলা তালিবানরা রাজধানীর নিরাপত্তার দায়িত্ব হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গিগোষ্ঠীর হাতে তুলে দেওয়ায়, নতুন করে উদ্বেগ বাড়ছে। সূত্রের খবর, বর্তমানে কাবুলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে হাক্কানি নেটওয়ার্কের ৬ হাজারেরও বেশি সশস্ত্র ক্যাডার। তাঁদের নেতৃত্বে দিচ্ছে হাক্কানি নেটওয়ার্কের শীর্ষ নেতা সিরাজউদ্দিন হক্কানির ভাই আনস হাক্কানি।
আল-কায়েদা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠনেরদের হাতে কাবুলের নিরাপত্তার ভার তুলে দেওয়ায় আগামী দিনে আফগানিস্তান ফের জঙ্গিগোষ্ঠীর স্বর্গরাজ্য হয়ে উঠবে বলে আশঙ্কা তৈরি হয়েছে। গত বছর দোহায় মার্কিন প্রশাসনের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরের সময় আফগানভূমে সন্ত্রাসবাদকে মদত না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তালিবান শীর্ষ নেতৃত্ব। তা সত্ত্বেও, দেশের রাজধানীর দায়িত্ব আল-কায়দা ঘনিষ্ঠ জঙ্গিদের হাতে তুলে দেওয়ায়, সেই প্রতিশ্রুতি কতটা কার্যকর করবে তালিবান? তা নিয়ে সন্দেহ রয়েছে। ১৫ অগাস্টের পর থেকে যত দিন যাচ্ছে ততই আফগানিস্তান জুড়ে বেড়েছে সন্ত্রাস। তালিবানি তাণ্ডবে সিঁটিয়ে রয়েছেন নাগরিকরা। বহির্বিশ্ব মুখ ফিরিয়েছে… এই অবস্থায় ক্রমশ একা হয়ে যাচ্ছে আফগানরা।