রকেট হামলায় প্রাণ গেল সাংবাদিকের, লেবানন দুষছে ইজরায়েলকে

রকেট হামলায় প্রাণ গেল সাংবাদিকের, লেবানন দুষছে ইজরায়েলকে

journalist

বেইরুট: হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধে প্রাণ গেল লেবাননে থাকা রয়টার্সের এক সাংবাদিকের। আহত মোট ৬ সাংবাদিক। মৃত সাংবাদিকের নাম ইসাম আবদুল্লাহ। তিনি রয়টার্সের ভিডিয়ো সাংবাদিক ছিলেন। জানা গিয়েছে, আহত বাকি সাংবাদিকদের মধ্যে আলজজিরার ২ জন আছেন। সাংবাদিক মৃত্যুর ঘটনায় লেবাননের প্রধানমন্ত্রী ইজরায়েলকেই দোষী বলেছেন। 

যুদ্ধ শুরু হওয়ার পর হামাসকে সমর্থন জানিয়ে অন্য সীমান্তে ইজরায়েলের ওপর আক্রমণ করেছিল লেবাননের জঙ্গিগোষ্ঠী ‘হিজবুল্লা’। এই আবহে লেবাননকে পালটা জবাব দিয়েছে ইজরায়য়েলও। সেই পাল্টা হামলাতেই মৃত্যু হয়েছে লেবাননে নিযুক্ত এই সাংবাদিকের। জানা গিয়েছে, ইজরায়েল সীমান্তের কাছে লেবাননের আলমা আল-শাবের কাছে ছিলেন আলজজিরা, এএফপি সহ একাধিক সংবাদমাধ্যমের সাংবাদিকরা। সেখানেই উড়ে আসে ইজরায়েলের রকেট। তাতেই মৃত্যু হয় রয়টার্সের এই ভিডিওগ্রাফ সাংবাদিকের। রয়টার্স সেই সাংবাদিকের মৃত্যুর কথা নিশ্চিত করে দুঃখ প্রকাশ করে। পাশাপাশি মৃত ইসামের পরিবারকে সাহায্যের কথা বলা হয়। 

আসলে লেবাননের জঙ্গিগোষ্ঠী স্পষ্টভাবেই জানিয়েছে, প্যালেস্টাইনকে ইউক্রেন ভাবলে ভুল করবে অন্যরা। বাইরের কেউ যদি ইজরায়েল-হামাস সংঘাতে ঢোকার চেষ্টা করে তাহলে তারা ব্যবস্থা নেবে। এই বার্তার পরই লেবাননের ভূখণ্ড থেকে এক ডজনেরও বেশি রকেট উৎক্ষেপণ করা হয় ইজরায়েলকে লক্ষ্য করে। শুধু তাই নয়, ইজরায়েলের উত্তর সীমান্তে সে দেশের বাহিনীর সঙ্গে হিজবুল্লা গোষ্ঠীর সংঘর্ষ চলছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 1 =