করোনা টিকার বরাদ্দ পেতে জাপানি সংস্থার সঙ্গে গাঁটছড়া জনসন অ্যান্ড জনসনের

করোনা টিকার বরাদ্দ পেতে জাপানি সংস্থার সঙ্গে গাঁটছড়া জনসন অ্যান্ড জনসনের

টোকিও: কোভিড ১৯ প্রতিষেধক আবিষ্কারের লক্ষ্যে ক্রমাগত কাজ করে চলেছেন আপামর বিশ্বের বিজ্ঞানীরা৷ প্রতিষেধক আবিষ্কারের দৌড়ে সামিল হয়েছে জনসন অ্যান্ড জনসনের মতো সংস্থাও৷ এই মুহূর্তে বিশ্বে প্রায় ১০০টি করোনা টিকা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে৷ তার মধ্যে অনেকটাই এগিয়ে গিয়েছে জনসন অ্যান্ড জনসন৷ সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার জোসেফ ওল্ক জানিয়েছেন, জাপান সরকার এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে তাদের সম্ভাব্য কোভিড-১৯ টিকা উৎপাদনের আগেই বরাদ্দ দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে জনসন অ্যান্ড জনসন৷

তিনি আরও জানান, ইতিমধ্যেই আমেরিকার বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটির সঙ্গে চুক্তির ভিত্তিতে মার্কিন মুলুকে বরাদ্দকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে তাদের সংস্থা৷ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের হাতে আসা যে কোনও টিকাই উন্নয়নশীল দেশগুলির জন্য বরাদ্দ করার উপর জোড় দেওয়া হবে বলেও উল্লেখ করেছেন ওল্ক৷ তবে তিনি জানিয়েছেন, এখনও কোনও কিছুই চূড়ান্ত হয়নি৷ বিষয়টি আলোচনার পর্যায়েই রয়েছে৷ তবে কিছুদিন আগে জানা গিয়েছিল মার্চ মাসে জনসন অ্যান্ড জনসনের সঙ্গে মার্কিন সরকারের চুক্তি হয়েছে এবং ২০২১ সালের মধ্যে ১ বিলিয়ন টিকা প্রস্তুত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷

ওল্ক বলেন, এই আলোচনার মাধ্যমে টিকার দাম নির্ধারণ করা তাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে৷ চাহিদা যত বেশি হবে, আমরা সম্ভাব্য ততটাই  দাম কামাবো৷ প্রসঙ্গত, আগামী ২২ জুলাই থেকে মানব দেহে তাদের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করবে জনসন অ্যান্ড জনসন৷ সেপ্টেম্বরের মধ্যেই তিনটি ধাপ সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে তাদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =