‘অন্য কেউ’ হামলা করেছে! হাসপাতালের ঘটনায় ইজরায়েলের পাশে বাইডেন

‘অন্য কেউ’ হামলা করেছে! হাসপাতালের ঘটনায় ইজরায়েলের পাশে বাইডেন

Biden

গাজা: আল-আহলি আরব হাসপাতালে হামলা চালানোর জন্য ইজরায়েল দোষ চাপিয়েছিল প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ বা পিআইজি গোষ্ঠীর ওপর। হামাস ছাড়াও অন্য এক জঙ্গিগোষ্ঠী যে গাজায় আছে, ইজরায়েলের এই দাবি সেটাই ব্যাখ্যা করেছে। আপাতত হামাসের সঙ্গে তাদের যুদ্ধের প্রেক্ষাপটে অন্য মোড় এসেছে এই হাসপাতালে হামলা হওয়ার পর। যদিও এই মুহূর্তে ইজরায়েলের দাবির কার্যত মান্যতা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। স্বয়ং প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইজরায়েল নয়, ‘অন্য কেউ’ হাসপাতালে হামলা চালিয়েছে। 

হাসপাতালে হামলার ফলে অন্তত ৫০০ জনের মৃত্যুর খবর এসেছে। সকলেই যুদ্ধে আহত হয়ে সেখানে ভর্তি ছিলেন। ইজরায়েলের এই হামলার নিন্দা করেছে অন্যান্য একাধিক মধ্য প্রাচ্যের দেশ। কিন্তু তেল আভিভ দাবি করেছে, বিস্ফোরণস্থলে বড় কোনও গর্ত তৈরি হয়নি। অর্থাৎ বিমানহানার জন্য এই ঘটনা ঘটেনি। বরং বিস্ফোরণের ফলে হাসপাতালের পার্কিং লট থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়েছিল। বোঝা যায়, জঙ্গিগোষ্ঠীর কোনও ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে গাজার হাসপাতালে আঘাত হেনেছে। তাই এর জন্য ইজরায়েল দায়ী নয়। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য পেশ করেছেন তা থেকে মনে করা হচ্ছে, প্যালেস্টিনীয় জঙ্গি সংগঠন ইসলামিক জেহাদকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। 

কিন্তু এই সংগঠনের ইতিহাস কী? কেন হামাসকে ছেড়ে তাদের ওপর দোষ চাপালো ইজরায়েল? আসলে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ বা পিআইজি-র মূল উদ্দেশ্য ইজরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা। হামাস শুধু যে সশস্ত্র লড়াই চালায় তা নয়, গাজায় একাধিক রাজনৈতিক এবং সামাজিক কাজও করে। রাজনৈতিকভাবেও তারা সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে। কিন্তু পিআইজি একেবারেই ভিন্ন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *