ওয়াশিংটন: বৃহস্পতিবার সন্ধ্যায় জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর৷ তীব্র বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭২ জনের৷ এর পরেই হামলাকারীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ তিনি জানিয়েছেন, হামলাকীরদের খুঁজে বার করে সমুচিত জবাব দেওয়া হবে৷ এই আক্রমণের মূল্য চোকাতে হবে৷’’ এই ঘটনার কথা বলতে গিয়ে গলা ধরে আসে তাঁর৷ মঞ্চে দাঁড়িয়েই কেঁদে ফেলেন তিনি৷
আরও পড়ুন- পাকিস্তান আমাদের ‘দ্বিতীয় ঘর’! খোলাখুলি ঘোষণা তালিবানের
জানা গিয়েছে, কাবুল বিমানবন্দরের জোড়া বিস্ফোরণে ১৩ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে৷ প্রাণ হারিয়েছেন কিছু মার্কিন নাগরিক৷ এক পরেই মার্কিন প্রেসিডেন্টের কড়া বার্তা, ‘‘যারা এই হামলা চালিয়েছে, আমরা তাদের ক্ষমা করব না৷ আমরা ভুলব না৷ তাদের খুঁজে বার করবই৷ এর মূল্য তাদের চোকাতেই হবে৷’’ সেই সঙ্গে আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের উদ্ধার করা নিয়েও বার্তা দেন তিনি৷ ৩১ অগাস্টের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল৷ এদিন প্রেসিডেন্ট আরও বলেন, এর পরেও আফগানিস্তান খালি করার কাজ চলবে৷ কোনও আমেরিকান দেশে ফিরতে চাইলে, তাঁকে খুঁজে বার করে দেশে ফিরিয়ে আনা হবে৷
President Joe Biden: “To those who carried out this attack, as well as anyone who wishes America harm, know this: We will not forgive. We will not forget. We will hunt you down and make you pay.” pic.twitter.com/OhbwCiJtAa
— USA TODAY (@USATODAY) August 26, 2021
এদিকে, বৃহস্পতিবার রাতেই কাবুল বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। এর পরেই ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান চালানোর কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘‘সঠিক জায়গা এবং সঠিক সময়মতো এর জবাব দেবে মার্কিম বাহিনী।’’ গতকাল বিস্ফোরণের পর মার্কিন মুখপাত্র জন কিরবি জানান, গতকালের ঘটনায় ১৩ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন৷ আবত হয়েছেন ১৮ জন৷