বিশ্বের প্রথম দশের ধনী তালিকা থেকে বাদ আম্বানি, শীর্ষে জেফ বেজোস

বিশ্বের প্রথম দশের ধনী তালিকা থেকে বাদ আম্বানি, শীর্ষে জেফ বেজোস

নিউ ইয়র্ক: এই নিয়ে টানা তিনবার ‘ফোর্বস’-এর ধনী তালিকার শীর্ষস্থান ছিনিয়ে নিলেন অ্যামাজন কর্তা৷  ম্যাকেঞ্জি বেজোসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জেরে প্রায় ৩৬ বিলিয়ন ডলার খুইয়েছেন তিনি। এর পর করোনাভাইরাসের জেরে ধস নামে শেয়ারবাজারে৷  তা সত্ত্বেও ‘ফোর্বস’-এর ২০২০ বিলিয়নেয়ারের তালিকায় বিশ্বের সেরা ধনীর খেতাব ধরে রাখলেন ই-কমার্স কোম্পানি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস৷ তাঁর সম্পত্তির পরিমাণ ১১৩ বিলিয়ন ডলার৷ বিচ্ছেদের সুবাদে এই তালিকায় ঢুকে পড়েছেন তাঁর স্ত্রী ম্যাকেঞ্জি বেজোসও৷ তাঁর সম্পত্তির পরিমাণ ৩৬ বিলিয়ন ডলার৷ 

সারা বিশ্বের ১০০ কোটির মালিক ব্যবসায়ীদের রয়েছেন ১০২ জন ভারতীয়। ২১ নম্বরে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্নধার মুকেশ অম্বানি। রয়েছে সঞ্জীব গোয়েঙ্কার মতো এ রাজ্যের শিল্পপতিও৷  মাইক্রোসফট কর্তা বিল গেটস রয়েছেন এই তালিকার দ্বিতীয় স্থানে। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৮ বিলিয়ন মার্কিন ডলার৷ তৃতীয় স্থানে রয়েছেন বার্নাড আরনল্ট অ্যান্ড ফ্যামিলি। তাঁদের সম্পত্তির পরিমাণ ৭৬ বিলিয়ন ডলার। ৬৭.৫ বিলিয়ন ডলার নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন বার্কশায়ার হ্যাথওয়ের মালিক ওয়ারেন বাফেট৷ উল্লেখ্য, গত বছর ফোর্বসের তালিকায় তিনি ছিলেন তৃতীয় স্থানে৷ 

এই তালিকায় রয়েছেন মহিলারাও। ফোর্বসের তালিকায় মহিলাদের মধ্যে শীর্ষে রয়েছেন ওয়ালমার্ট ফরচুনের উত্তরাধিকার অ্যালিস ওয়াল্টন। ফোর্বসের তালিকায় তাঁর স্থান ৯ নম্বরে। ওয়াল্টনের মোট সম্পত্তির পরিমাণ ৫৪.৪ বিলিয়ন ডলার। 

স্বাভাবিকভাবেই এই ফোর্বসের ২০২০ সেরা ধনী তালিকায় জায়গা করে নিয়েছেন ফেসবুক-হোয়াটসঅ্যাপ কর্ণধার মার্ক জুকারবার্গ৷ তিনি রয়েছেন সাত নম্বরে৷ তাঁর সম্পত্তির পরিমাণ ৫৪.৭ বিলিয়ন ডলার। তালিকৈয় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও৷ প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি নিজস্ব ব্যবসাও রয়েছে তাঁর। তবে অনেকটা পিছনের সারিতেই রয়েছে তাঁর নাম৷ ১০০১ নম্বরে। তাঁর সম্পত্তির পরিমাণ ২.১ বিলিয়ন ডলার।

অন্যদিকে, শত কোটি ডলারের মালিকের তালিকায় রয়েছেন ১০২ জন ভারতীয়। ফোর্বসের তালিকায় ২১ নম্বরে রয়েছেন ভারতের রিলায়্যান্স গ্রুপের কর্ণধার মুকেশ অম্বানি৷ তবে ১৩ নম্বর থেকে পিছিয়ে ২১ নম্বরে চলে গিয়েছেন তিনি৷ 

আম্বানি ছাড়াও এই তালিকায় রয়েছেন রাধাকৃষ্ণ দামানি পরিবার, এইচসিএল কর্তা শিব নাদার, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক কর্ণধার উদয় কোটাক, আদানি গ্রুপ কর্নধার গৌতম আদানি, আজিম প্রেমজি, নন্দন নীলেকার্নির মতো শিল্পপতিরা। তবে ফোর্বসের তালিকার প্রথম একশো জনের মধ্যে রয়েছেন শুধুমাত্র মুকেশ অম্বানী এবং রাধাকৃষ্ণ দামানি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − six =