জনসংখ্যা কমিয়ে সাফল্য গড়ছে জাপান

জনসংখ্যা কমে যাচ্ছে জাপানে। সরকারি পরিসংখ্যান বলছে, এবছর কমেছে সবথেকে বেশি। সেদেশে ক্রমাগত বাড়ছে বুড়োদের সংখ্যা। ২০১৮ সালে জন্মেছে ৯ লাখ ২১ হাজার শিশু। ১৮৯৯ সালে জনগণনা শুরু হওয়ার পর এটাই সর্বনিম্ন জন্মহার। শুক্রবার প্রকাশিত হয়েছে জাপানের স্বাস্থ্য ও কল্যাণমন্ত্রকের হিসেব। ২০১৭ সালে থেকে নবজাতকের সংখ্যা কমেছে ২৫ হাজার। এই নিয়ে পররপ তিনবার জন্মহার দশ

জনসংখ্যা কমিয়ে সাফল্য গড়ছে জাপান

জনসংখ্যা কমে যাচ্ছে জাপানে। সরকারি পরিসংখ্যান বলছে, এবছর কমেছে সবথেকে বেশি। সেদেশে ক্রমাগত বাড়ছে বুড়োদের সংখ্যা। ২০১৮ সালে জন্মেছে ৯ লাখ ২১ হাজার শিশু। ১৮৯৯ সালে জনগণনা শুরু হওয়ার পর এটাই সর্বনিম্ন জন্মহার। শুক্রবার প্রকাশিত হয়েছে জাপানের স্বাস্থ্য ও কল্যাণমন্ত্রকের হিসেব। ২০১৭ সালে থেকে নবজাতকের সংখ্যা কমেছে ২৫ হাজার। এই নিয়ে পররপ তিনবার জন্মহার দশ লাখের নীচে রইল। এবছর মৃত্যু হয়েছে ১৩ কোটি ৬৯ লাখের। স্বাভাবিক হারে জনসংখ্যা কমার হারের তুলনায় তা ৪ লাখ ৪৮ হাজার বেশি। জাপানের ২০ শতাংশ মানুষের বয়সই ৬৫ বছরের বেশি। এবছর জাপানের জনসংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৪০ লাখ। ২০৬৫ সালের মধ্যে তা ৮ কোটি ৮০ লাখ হবে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় জাপানের জনসংখ্যা বাড়াতে নাগরিকদের নানাধরনের সুযোগসুবিধা দিচ্ছে সরকার। ছেলেমেয়েদের বিনামূল্যে প্রিস্কুলের শিক্ষা দেবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =