ভয়াবহ বন্যার কবলে জাপান, বহু মৃত্যুর আশঙ্কা

ভয়াবহ বন্যার কবলে জাপান, বহু মৃত্যুর আশঙ্কা

টোকিও:  পশ্চিম জাপানে বেশ কিছুদিন ধরে প্রবল বর্ষণের জেরে বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছে।  বেশ কয়েকজায় ভূমিধস হয়েছে।  ঘটনায় ২০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।  পশ্চিম জাপানের ৭৬ হাজার স্থানীয় বাসিন্দাকে সরিয়ে অপেক্ষাকৃত উঁচু অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

জাপানের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, কিউশু দ্বীপে কুমামোতো ও কাগুসিমায় পরিস্থিতি ভয়াবহ হতে পারে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা জারি করার নির্দেশ দিয়েছেন।  জাপান প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ হাজার সেনাকে প্রস্তুত করা হয়েছে। যাতে কোনওভাবেই প্রাণহানি না হয়, তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।  কুমামোতোতে ভূমিধসের জেরে দুইজন চাপা পড়ে যান। পরে তাঁরা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা গিয়েছে।  এখনও ১৩ জন নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে।

জাপানের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, বন্যা ও ভূমিধসের কারণে ১০০ জন রাস্তায় খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।  স্থানীয় টেলিভেশনে দেখা যাচ্ছে, প্রবল বন্যার জেরে গাড়িগুলো ভেসে ভেসে যাচ্ছে। প্রবল জলস্রোতের কারণে ব্রিজ ভেঙে পড়েছে। ভূমি ধসে বহু বাড়ি ভেঙে পড়ার ছবি স্থানীয় টেলিভিশনের পর্দায় ফুটে উঠছে। জাতীয় বিপর্যয মোকাবিলার তরফে জানানো হয়েছে,  রাস্তা এখন নদীতে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।  তবে যে কোনও মূল্যে বন্যা কবলিত এলাকা থেকে স্থানীয়দের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে বলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *